Uttar Pradesh: গণধর্ষণের শিকার বিশেষভাবে সক্ষম নাবালিকা, চাষ জমি থেকে রক্তমাখা অর্ধনগ্ন মেয়েকে উদ্ধার পরিবারের

রক্তাক্ত অবস্থায় যখন মেয়েকে খুঁজে পান তাঁরা তখন জখম অবস্থাতেই সে হাতের ইশারা করে বুঝিয়েছিল তাঁকে গণধর্ষণ করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

ফিরোজাবাদ, ১৫ অক্টোবরঃ পুরুষের রক্তচক্ষু ভরা লালসা থেকে রক্ষা পায় না আট মাসের শিশু কিংবা কোন শারীরিক প্রতিবন্ধী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদ জেলায় একটি ১৭ বছরের বিশেষভাবে সক্ষম নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি থেকে দূরে চাষের জমিতে অর্ধনগ্ন অবস্থায় মেয়েকে খুঁজে পায় পরিবার। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, শনিবার ছাগল চরাতে বেরিয়েছিল মেয়ে। কিন্তু সন্ধ্যা হয়ে যেতে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা শুরু হয়। মেয়েকে খুঁজতে বের হন সকলে। বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি ক্ষেত জমি থেকে গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে ফিরোজাবাদ জেলা হাসপাতালে নিয়ে যায় তাঁরা। সেখান থেকে আগ্রার সরোজিনী নায়ডু মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় নির্যাতিতাকে।

দলিত বিশেষভাবে সক্ষম নির্যাতিতার পরিবার পুলিশকে জানায়, রক্তাক্ত অবস্থায় যখন মেয়েকে খুঁজে পান তাঁরা তখন জখম অবস্থাতেই সে হাতের ইশারা করে বুঝিয়েছিল তাঁকে গণধর্ষণ করা হয়েছে। মেয়েটির বাবা, কাকা এবং দাদা প্রত্যেকেই মজুরের কাজ করে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এদিকে মেয়ে কথা বলতে পারে না ঠিক করে।

এক পুলিশ আধিকারিক জানান, নাবালিকার প্রাথমিক কিছু মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে তার গোপনাঙ্গে ক্ষত স্পষ্ট। এছাড়া আলট্রাসাউন্ড সহ আরও কয়েকটি টেস্টের রিপোর্ট আসার অপেক্ষা। নির্যাতিতার কাকার অভিযোগের ভিত্তিতে ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।



@endif