Artist draws Painting On Modi's Mother: পুত্র মোদিকে আর্শীবাদ করছেন মা হীরাবেন, শোকবার্তায় ছবি আঁকলেন মুসলিম শিল্পী

কেউ কেউ আবার বলছেন, জুবেদ আসলে ঝামা ঘষে দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী ও সমালোচকদের মুখে। বিক্ষিপ্ত কিছু খারাপ ঘটনার জন্য দেশের প্রধানমন্ত্রী পোস্টের অসম্মান যে সবধর্মের মানুষরাই অপছন্দ করেন তা বুঝিয়ে দিয়েছেন হাড়েহাড়ে।

আমরোহা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের (Prime Minister Narendra Modi's Mother Hiraben) মৃত্যুর (Death) পর দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা (World Leader's) থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ (People) মোদিকে (Modi) সমবেদনা ও মানসিক ভাবে তাঁর পাশে থাকার কথা  জানিয়েছেন। সমস্ত সংবাদপত্র, টিভি, খবরের পোর্টাল আর সোশ্যাল মিডিয়ার (All Midea) মাধ্যমে সারা বিশ্বের সহানুভূতি (Condolence) ও শোকবার্তার (Condolence message) মাঝে উত্তরপ্রদেশের (UttarPradesh) মুসলিম শিল্পী (Muslim Artist) মনে ছুঁয়ে যাওয়া (heartwarming) একটি ছবি এঁকে (Painting) তার শোকাবার্তার মাধ্যমে (Condolence message) সবাইকে কাছে একটি বার্তা (message) দিতে চেয়েছেন। তৈরি করেছেন একটি শিল্পকীর্তি (art work) যা আগামী দিনে (Future) বহুবার বিভিন্ন ক্ষেত্রে অনেকেই ব্যবহার (Use) করবেন বলে মনে হয়। :

দেশে-বিদেশে (home and abroad) যখন ভারতের হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক হানাহানি (India's Hindu-Muslim communal violence) দিয়ে আলোচনা (discussion) হয় তখন ভারতে হিন্দুত্ববাদের সরকার প্রতিষ্টার নায়ক (hero of Hinduism's Sarkar)  হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও তাঁর মা হীরাবেন মোদির (Hiraben Modi) কয়লার টুকরো (piece of coal) দিয়ে বানানো (maked ৬ ফুট লম্বা ছবিতে (photo) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা (Amroha) মফস্বল শহরের বাসিন্দা জুদের খান (Judev Khan) নিজের মনের শ্রদ্ধাঞ্জলি (Tribute) প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বলছেন, জুবেদ আসলে ঝামা ঘষে দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী ও সমালোচকদের মুখে। বিক্ষিপ্ত কিছু খারাপ ঘটনার জন্য দেশের প্রধানমন্ত্রী পোস্টের অসম্মান যে সবধর্মের মানুষরাই অপছন্দ করেন তা বুঝিয়ে দিয়েছেন হাড়েহাড়ে।

ভাইরাল (Viral) হওয়া ওই ছবিটি (Photo) দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ((Prime Minister Narendra Modi)) হাত জোড় করা অবস্থায় (folded hands) মাথা নিচু (head down) করে তাঁর মা হীরাবেন-কে প্রণাম করছেন (bowing down) তাঁর মাথায় ডান হাত (Right hand) দিয়ে আর্শীবাদ (Gives blessing) করছেন হীরাবেন বেন। যাতে তাঁর পুত্র আরও উন্নতি, এগিয়ে যেতে পারেন (move forward)।