Hyderabad Shocker: মোবাইল ফোন হারারিয়ে হতাশ যুবক, ঝুলন্ত দেহ উদ্ধার
মোবাইল ফোন হারিয়ে আত্মহত্যা করল যুবক। ২৬ বছর বয়সী নীতিশ রাজকে রবিবার সকালে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা।
হায়দ্রাবাদ: জগথগিরিগুট্টায় এক যুবক মোবাইল ফোন হারিয়ে আত্মহত্যা করেছেন। সূত্রে খবর, ২৬ বছর বয়সী নীতিশ রাজকে রবিবার সকালে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে, নীতীশ তাঁর মোবাইল ফোন হারিয়ে (Losing Mobile Phone) হতাশ হয়ে পড়েছিল। এরপর সে এই চরম পদক্ষেপ নেয়। যুবকের ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। সিআরপিসি (CRPC) ধারা ১৭৪ (সন্দেহজনক মৃত্যু)-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আরও পড়ুন : Rajkot: আচমকা খসে পড়ল মাথার উপরের ছাদ, আতঙ্ক রাজকোটের আবাসনে; Video