UP Mob Lynching: চোর সন্দেহে দলিত যুবককে পোলে বেঁধে মারধর, দেখুন ভিডিয়ো

চোর সন্দেহে এক দলিত যুবককে ইলেকট্রিক পোল বেধড়ক মারধরের পরে মাথা কামিয়ে মুখে কালি লাগিয়ে দেওয়ায় হল উত্তরপ্রদেশের বারাইচে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই দুই অভিযুক্ত রাকেশ তিওয়ারি ও সরোজ বাজপেয়ীকে গ্রেপ্তার করেছ পুলিশ।

প্রতীকী ছবি(File photo)

বারাইচ: চোর সন্দেহে ( Suspecting Theft) এক দলিত (Dalit) যুবককে ইলেকট্রিক পোল (Tied to Pole০ বেধড়ক মারধরের পরে মাথা কামিয়ে মুখে কালি লাগিয়ে দেওয়ায় হল উত্তরপ্রদেশের (UP)  বারাইচে ( Bahraich)। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই দুই অভিযুক্ত রাকেশ তিওয়ারি ও সরোজ বাজপেয়ীকে গ্রেপ্তার করেছ পুলিশ। তবে এই ঘচনার মূল আসামী রাধেশ্যাম মিশ্রকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর দুপুর ২ টো নাগাদ নাগাদ বারাইচের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপরই বারাইচের বারকাতান গ্রামের বাসিন্দা এক যুবককে তুলে নিয়ে তাঁর মাথা ন্যাড়া করে, মুখে চুনকালি মাখিয়ে একটি ল্যাম্পপোষ্টে বেঁধে বেধড়ক মারধর (Mob Lynching) করে বাড়ির মালিক রাধেশ্যাম মিশ্র ও তার দুই সহযোগী রাকেশ ও সরোজ।.

এপ্রসঙ্গে ওই দলিত যুবক জানান, তিনি একজন শ্রমিক। প্রতিবেশী এলাকার কিছু মানুষ আচমকা আমাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে। মাথা ন্যাড়া করে মুখ চুনকালি লাগিয়ে দেয়। আমাকে খুনের হুমকিও দেয়।

বারাইচের এএসপি অশোক কুমার জানান, ওই পরিবার মনে করেছিল তাদের বাড়িতে চুরি করেছে ওই দলিত যুবক। সেই জন্য ওই যুবককে বেধড়ক মারধর করে তাকে ন্যাড়াকে করে মুখে চুনকালি লাগিয়ে দেয়। যদি ওই পরিবারের মনে হয়েছিল যে যুবকটি তাদের বাড়িতে চুরি করেছে। তাহলে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারত। তা না করে তারা নিজের হাতে আইন তুলে নিয়ে খুবই অন্যায় করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।