UP Heatwave Deaths: প্রবল গরমে জ্বলছে উত্তরপ্রদেশ, ২৪ ঘণ্টায় আরও ১৪ রোগীর মৃত্যু
শ্বাসপ্রশ্বাসে সমস্যা, বমি, ডায়রিয়া প্রমুখ শারীরিক অসুস্থতার লক্ষণ নিয়ে হাসপাতালের দারস্ত হচ্ছেন রোগীরা। হাসপাতালেই মারা যাচ্ছেন তাঁরা। বালিয়ায় গত পাঁচ দিনে প্রবল গরমের কারণে মৃত্যু হয়েছে মোট ৬৮ জনের।
বালিয়া, ২০ জুনঃ মাত্রাতিরিক্ত গরমে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বাড়ছে মৃত্যু সংখ্যা (UP Heatwave Deaths)। গত ২৪ ঘণ্টায় বালিয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। প্রবল তাপপ্রবাহের (Heatwave ) জেরে হাঁসফাঁস করছে রাজ্যগুলো। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। সরকারি সূত্রে খবর, বিগত কয়েক দিনে যে পরিমাণ গরম বেড়েছে তাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বহু মানুষ।
আরও পড়ুনঃ তীব্র দাবদাহের জেরে অসুস্থ বহু, হাসপাতালে শয্যা সংরক্ষণের নির্দেশ
গত ১৫ জুন থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ার জেলা হাসপাতালে ৪০০ -র বেশি রোগি ভর্তি হয়েছিলেন তাপপ্রবাহের (Heatwave ) কারণে অসুস্থ হয়ে। শ্বাসপ্রশ্বাসে সমস্যা, বমি, ডায়রিয়া প্রমুখ শারীরিক অসুস্থতার লক্ষণ নিয়ে তাঁরা হাসপাতালের দারস্ত হয়েছিলেন। হাসপাতালেই মারা যাচ্ছেন রোগীরা। বালিয়ায় গত পাঁচ দিনে প্রবল গরমের কারণে মৃত্যু হয়েছে মোট ৬৮ জনের।
বর্তমানে উত্তরপ্রদেশে যেভাবে গরম পড়েছে তার জেরে নাকাল মানুষ। রাজ্যবাসীর কথা চিন্তা করে নয়া নির্দেশ দেওয়া হল যোগী সরকারের তরফে। উত্তরপ্রদেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে যাতে ১০-১৫টি করে শয্যা গরমের জেরে অসুস্থ রোগীদের জন্য সংরক্ষিত থাকে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রী দফতরের তরফে।
বালিয়া জেলা হাসপাতালের মুখ্য চিকিৎসক রোগীদের মৃত্যু প্রসঙ্গে জানান, রোগিদের অধিকাংশেরই বয়স ৬০ ঊর্ধ্ব। প্রচণ্ড গরমের ফলে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশির ভাগেরই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং ডায়রিয়ার কারণে। অত্যাধিক গরমে রোগীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে উত্তরপ্রদেরশের প্রতিটা হাসপাতালগুলোতে ঘর ঠাণ্ডা করার যন্ত্র বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও