Uttar Pradesh: লখনউ -কানপুরে চলবে এবার ই-বাস, উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ (দেখুন ভিডিও)

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) ৪২ ই- বাসের উদ্বোধন করলেন। খুব শীঘ্রই এগুলি চলতে দেখা যাবে লখনউ ও কানপুরের রাস্তায়।

Uttar Pradesh CM Yogi Adityanath. (Photo Credits: Twitter)

লখনউ, ২৫ অগাস্ট:  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) ৪২ ই- বাসের উদ্বোধন করলেন। খুব শীঘ্রই এগুলি চলতে দেখা যাবে লখনউ ও কানপুরের রাস্তায়।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, "দূষণমুক্ত ও শব্দমুক্ত শহর গড়ার জন্য এই বাস গুলির উদ্বোধন করা হল। দেশে যে ১০০টি শহর স্মার্ট শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে ১০টিই উত্তরপ্রদেশ থেকে।"

দেখুন ভিডিও

তিনি আরও বলেছেন, এই বাস গুলি আরও উন্নত করা হবে। ৪২টি বাসের মধ্যে ৩৪টি বাস চলবে লখনউয়ের রাস্তায় এবং বাকিআটটি চলবে কানপুরের রাস্তায়।