Ram Vilas Paswan Health Update: বিহারে বিধানসভা ভোটের আগেই ICU-তে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান

আইসিইউ-তে ভর্তি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান (Ram Vilas Paswan)। সোমবার এক চিঠিতে লোক জনশক্তি পার্টির প্রধানের ছেলে চিরাগ পাসওয়ান বলেন, আগামী ২৯ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। এদিকে আইসিইউ-তে ভর্তি অসুস্থ বাবা। তাই এই পরিস্থিতিতে দিল্লি ছাড়তে পারছেন না তিনি। নির্বাচনের কাজকর্ম সব স্থগিত রয়েছে। গত ২৩ আগস্ট থেকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। মূলত রুটিন চেকআপের জন্যই ফর্টিসে ভর্তি হয়েছিলেন লোক জনশক্তি পার্টির প্রধান।

রামবিলাস পাসওয়ান (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: আইসিইউ-তে ভর্তি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান (Ram Vilas Paswan)। সোমবার এক চিঠিতে লোক জনশক্তি পার্টির প্রধানের ছেলে চিরাগ পাসওয়ান বলেন, আগামী ২৯ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। এদিকে আইসিইউ-তে ভর্তি অসুস্থ বাবা। তাই এই পরিস্থিতিতে দিল্লি ছাড়তে পারছেন না তিনি। নির্বাচনের কাজকর্ম সব স্থগিত রয়েছে। গত ২৩ আগস্ট থেকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। মূলত রুটিন চেকআপের জন্যই ফর্টিসে ভর্তি হয়েছিলেন লোক জনশক্তি পার্টির প্রধান। দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন রামবিলাস পাসওয়ান। সেই মতো চিকিৎসাও চলছে দীর্ঘ সময় ধরে। তাঁর অনুপস্থিতিতে দলীয় সভাপতির ভূমিকায় থাকা ছেলে চিরাগ পাসওয়ান দলের যাবতীয় কার্যকলাপ দেখছেন। আরও পড়ুন-COVID-19 Recoveries In World: বিশ্বে করোনাকে হারিয়ে সুস্থতার নিরিখে ১ নম্বরে ভারত, পরেই আমেরিকা

সম্প্রতি রামবিলাস পাসওয়ান বলেছেন, দল নিয়ে ছেলে চিরাগ পাসওয়ান যা যা সিদ্ধান্ত নেবে তাতে তাঁর পূর্ণ সম্মতি রয়েছে। মোদি সরকারের সবথেকে প্রবীণ মন্ত্রী হলেন রামবিলাস পাসওয়ান। গত বছর থেকে দলের দায়িত্ব তিনি ছেলে চিরাগের হাতে অর্পণ করেছেন। করোনাকালে নিখরচায় শস্যদানা বিতরণে দারুণ সক্রিয় ছিল রামবিলায় পাসওয়ানের মন্ত্রক।