Gujarat: গরবা নৃত্য চলাকালীন হৃদরোগে মৃত্যুর ঘটনা নিয়ে সতর্ক বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, দেখুন
গুজরাটে নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে 'গরবা নৃত্য' চলাকালীন অনেকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে।
ভাবনগর: গুজরাটে হৃদরোগের কারণে সম্প্রতি বেশ কিছু ব্যক্তির মৃত্যু ঘটেছে। নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে 'গরবা নৃত্য' (Garba Dance) চলাকালীন অনেকের হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু ঘটেছে। ২৪ ঘণ্টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১০ জনের। এই ঘটনার পর রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। আরও পড়ুন: Train Accident : অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ৯
গারবা নাচের সময় হার্ট অ্যাটাকে মৃত্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া (Union Health Minister Mansukh Mandaviya) বলেছেন, "আইসিএমআর (ICMR) সম্প্রতি একটি বিশদ গবেষণা করেছে। গবেষণায় বলা হয়েছে যে, ‘যে সমস্ত ব্যক্তিরা কোভিড (COVID-19)-এ গুরুতরভাবে ভুগছিলেন তাঁদের হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এড়াতে এক বা দুই বছরের জন্য নিজেকে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে। হার্ট অ্যাটাক এড়াতে অত্যধিক পরিশ্রম না করা, দৌড়ানো বা অতিরিক্ত ব্যায়াম করা থেকে অন্তত এক বা দুই বছর বিরত থাকতে হবে।’
দেখুন