IPL Auction 2025 Live

Udhayanidhi Stalin: ডেঙ্গু-ম্যালেরিয়ার মত সনাতন ধর্মকে নির্মূল করতে হবে, বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যায় কী বললেন স্টালিন পুত্র?

সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার, করোনার মত রোগের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন স্টালিন পুত্র উদয়নিধি। বিতর্কিত মন্তব্য ঘিরে একের পর এক বিরোধিতা আসায় চাপের মুখে পড়ে ব্যাখা দিলেন মন্ত্রী পুত্র।

Udhayanidhi Stalin (Photo Credits: X)

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের (Tamil Nadu Chief Minister MK Stalin) ছেলে উদিয়নিধি স্টালিনের (Udhayanidhi Stalin) সাম্প্রতিকতম মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার, করোনার মত রোগের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন উদয়। শনিবার চেন্নাইয়ের একটি সভায় বক্তৃতা রাখতে দিয়ে স্টালিন পুত্র বলেন, 'কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করতে পারি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে'।

তিনি এও দাবি করেছেন, সনাতন ধর্ম সমাজিক ন্যায় এবং সাম্যের বিরুদ্ধে। তাই একে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। উদিয়নিধির মন্তব্য ঘিরে তীব্র বিরোধিতায় নেমে পড়েছে বিজেপি। একই সঙ্গে হিন্দু সনাতনি পুরোহিতরাও স্টালিন পুত্রের নিন্দায় সরব হয়েছেন।

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) উদয়ের মন্তব্যকে 'গণহত্যার ডাক' বলে আখ্যা দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেল থেকে অমিত লিখেছেন, 'উদয়নিধি স্টালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে এবং ডিএমকে সরকারের একজন মন্ত্রী, যিনি সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর সঙ্গে তুলনা করেছেন। তিনি মনে করেন যে এটিকে নির্মূল করতে হবে। সংক্ষেপে, তিনি ভারতের ৮০ শতাংশ জনসংখ্যার গণহত্যার ডাক দিচ্ছেন। যারা সনাতন ধর্ম অনুসরণ করে'।

বিতর্কিত মন্তব্য ঘিরে একের পর এক বিরোধিতা আসায় চাপের মুখে পড়েছেন উদয়নিধি। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এক্স হ্যান্ডেল থেকে স্টালিন পুত্র লেখেন, 'আমি কখনই সনাতন ধর্মের অনুসারী লোকদের গণহত্যার ডাক দিইনি।। আমি নিপীড়িত ও প্রান্তিকদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে ক্ষতিগ্রস্ত। আমি বিশ্বাস করি, কোভিড ১৯, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার রোগের বিস্তারের মতোই সনাতন ধর্ম সমাজের বহু ক্ষতির জন্যে দায়ি।

তাঁর মন্তব্যের এই জল যে বহু গড়াবে তা ভালমতোই আঁচ করতে পারছেন মন্ত্রীপুত্র। তাই আগে থেকেই জানিয়ে দিলেন, পথে আসা যেকোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত তিনি। তা আইনের আদালতে হোক বা জনগণের আদালতে।