Ludhiana Shocker: টানা ২৬ দিন অত্যাচারের পর কিশোরীকে ফেলে পলাতক ২ ধর্ষক

বছর ১৪-র কিশোরীকে অপহরণের পর টানা ২৬ দিন ধরে ধর্ষণ৷ নারকীয় ঘটনা ঘটল পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)৷

প্রতীকী ছবি (Photo Credit: IANS)

লুধিয়ানা, ৩১ আগস্ট: বছর ১৪-র কিশোরীকে অপহরণের পর টানা ২৬ দিন ধরে ধর্ষণ৷ নারকীয় ঘটনা ঘটল পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)৷ গত ১৮ জুলাই নির্যাতিতা কিশোরী নিখোঁজ হয়ে যায়৷ পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি করা হল৷ দীর্ঘদিন কেটে গেলেও মেয়ের খোঁজ মিলছে না৷ বাবা-মা চিন্তায় অস্থির৷ মেয়ে যে অপহৃত হয়েছে, তা বেশ বুঝতে পেরেছিলেন নির্যাতিতার বাবা৷ গত ১৪ আগস্ট আচমকাই একটি গাড়ি এসে অপহৃত কিশোরীকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়৷ পালানোর আগে গাড়িতে থাকা অভিযুক্তরা জানায়, ইস্টম্যান চকে ঘোরাঘুরি করছিল মেয়েটি৷ তাই তারা বাড়ি পৌঁছে দিল৷ অচৈতন্য মেয়েকে ফিরে পেয়ে দিশেহারা বাবা-মা কোনও প্রশ্নও করতে পারেননি৷ আরও পড়ুন-Gold Vada Pav: বিশ্বে প্রথম, দুবাইের রাস্তায় বিকোচ্ছে সোনার বড়া পাও; (দেখুন ভিডিও)

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, বাড়ি ফেরার পর কিছুই মনে করতে পারেনি নির্যাতিতা৷ প্রায় ১৫ দিন পরে সে জানায় আদর্শ তিওয়ারি ও সত্যমের সাহায্যে নিয়ে তাকে অপহরণ করে৷ শেরপুরে একটা বাড়িতে আটকে রেখে টানা ২৬-দিন ধরে তাকে ধর্ষণ করে৷ শারীরিক অত্যাচারে নির্যাতিতার অবস্থার অবনতি হচ্ছে দেখে বাড়ির সামনে ফেলে পালায়৷ অভিযোগ পেয়েই পলাতাক তিওয়ারি ও সত্যমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬, ৩৪, ৩৭৬, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে৷ ধর্ষকদের বিরুদ্ধে পকসো আইনেও মামলা করেছে পুলিশ৷ দুই ধর্ষকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷



@endif