Turkey: তুরষ্কে আবার ভূমিকম্প, অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারির

প্রয়োজনে আরও সাহায্য করা হবে, তুরষ্কের ভূমিকম্পে জানালেন ইউনাইটেড নেশনসের প্রধান অ্যান্টনিও গুয়াতরেজ

Turkey, Syria Earthquake (Photo Credit: Twitter)

তুরষ্কে ফের ভূমিকম্প। সোমবার তুরষ্কের দক্ষিণ প্রান্তে ৬.৪ এবং ৫.৮ ম্যাগনিটিউডে ভূমিকম্প অনুভূত হয়। নতুন করে এই ভূমিকম্পে আরও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যেই  ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়াতেরেজ জানিয়েছেন , তার সংস্থা তুরষ্ককে আরও অতিরিক্ত সাহায়্য দিতে প্রস্তুত। এদিনে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ এবং আহত ২১৩ বলে জানা গেছে।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে গুয়াতেরেজ জানান, তুরষ্ক এবং সিরিয়ার মানুষদের প্রতি আমার সহানুভূতি রয়েছে,  যেহেতু আবার তুরষ্কে ভূমিকম্প দেখা দিয়েছে। আমাদের দল গ্রাউন্ডে নেমে পরিস্থিতির মোকাবিলা করছে এবং আমাদের তরফ থেকে প্রয়োজন পড়লে আরও সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া ইউ এস ন্যাশন্যাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সালিভানের তরফে থেকেও তুরষ্ককে সমর্থনের কথা জানানো হয়েছে। তুরষ্কের সন্ধে ৮ টা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।