Tripura Horror: পাশবিক, নিজের ৩ বছরের সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা

ত্রিপুরা আগরতলার বলদাখাল এলাকার ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার নিজের তিন বছরের শিশুকে খুন করে তাঁরই বাবা। মা বাঁধা দিতে যাওয়ায় স্ত্রীকে ধরে মারধোর করে অভিযুক্ত।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আগরতলা, ১৮ জানিয়ারিঃ পাশবিক আচরণ এক বাবার। তিন বছরের এক শিশুকে খুন হতে হল নিজের বাবার হাতে। সন্তানকে খুন করে বাড়ির কাছেই দেহ পুঁতে দেয় বাবা। ত্রিপুরা আগরতলার বলদাখাল এলাকার ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার নিজের তিন বছরের শিশুকে খুন করে তাঁরই বাবা। মা বাঁধা দিতে যাওয়ায় স্ত্রীকে ধরে মারধোর করে অভিযুক্ত।

আরও পড়ুনঃ ফ্ল্যাট থেকে উদ্ধার নিথর দেহ, ‘একেনবাবু’ স্রষ্ঠা সুজন দাশগুপ্তের মৃত্যু

সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামল দাস। অভিযুক্তের বাবা পুলিশকে জানায়, তাঁর ছেলে ভীষণই রগচটা। পরিবারের সকলের সঙ্গে বিশ্রী ব্যবহার করত সে। শুধু পরিবারই নয়, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী কারুর সঙ্গেই ওর সম্পর্ক ভালো ছিল না। চোখ দিয়ে জল গড়াতে গড়াতে তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকালে আমার পুত্রবধূ এসে জানায়, আমার নাতিকে খুন করেছে ছেলে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিয়েছি’।

আরও পড়ুনঃ প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ১১৮ বছরে জীবনাবসান

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্যে পাঠায় দেহ। তিন বছরের শিশুর নিজের বাবার হাতে এমন পরিণতি কেন হল, তা খতিয়ে দেখতে পুলিশ। শিশুটির মা পুলিশকে জানায়, তাঁর স্বামী যখন তাঁদের সন্তানকে হত্যা করে সেই সময় সে বাধা দিতে যায়। কিন্তু তাঁকেও মার খেতে হয়েছে স্বামীর হাতে। তাঁর শরীরে একাধিক গুরুতর ক্ষতের চিহ্ন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল আদালতে তোলা হবে অভিযুক্তকে।



@endif