IPL Auction 2025 Live

New State Bhil Pradersh: ৪৯টি জেলা নিয়ে 'ভিল প্রদেশ' রাজ্য গঠনের দাবি রাজস্থানের আদিবাসীদের

'জনজাতি পরিবারের মহিলারা সিঁদুর, মঙ্গলসূত্র পরবেন না। জনজাতি পরিবারের মেয়েদের লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া।'

Tribals Demand New State (Photo Credit: X)

নয়াদিল্লি:  রাজস্থানে 'ভিল প্রদেশ' (Bhil Pradesh) নামে আলাদা রাজ্যের দাবি আবারও জোরদার হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের ৪৯টি জেলাকে একত্রিত করে একটি নতুন রাজ্য গঠনের দাবি জানিয়েছে আদিবাসী (Tribals) সম্প্রদায়। রাজস্থানের ৩৩টি জেলার মধ্যে ১২টি নতুন রাজ্যে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। বৃহস্পতিবার, বাঁশওয়ারার মানগড় ধামে আদিবাসী পরিবার এবং ভিল সম্প্রদায় সহ ৩৫টি সংগঠনের একটি মেগা সমাবেশ অনুষ্ঠিত হয়। তাঁদের দাবি রাজ্য সরকার ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। আগেও একাধিক বার এই দাবিতে সরব হয়েছেন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। প্রতিবারই তাঁদের দাবি খারিজ করা হয়েছে।

আদিবাসী পরিবার সংস্থা'র সদস্য মানেকা ডামোর জানিয়েছেন, জনজাতি মহিলারা পণ্ডিতদের নির্দেশ মেনে চলতে বাধ্য নন। জনজাতি পরিবারের মহিলারা সিঁদুর, মঙ্গলসূত্র পরবেন না। জনজাতি পরিবারের মেয়েদের লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। তিনি আরও বলেন, ‘আমরা হিন্দু নই। আমরা উপোস করব না।’

নতুন রাজ্যের দাবিতে রাজস্থানে রাজনীতিও তীব্র হয়েছে। ভারত উপজাতি পার্টির দাবি প্রত্যাখ্যান করেছেন আদিবাসী মন্ত্রী বাবুলাল খারাডি। তিনি বলেন, জাতপাতের ভিত্তিতে রাষ্ট্র গড়ে তোলা যায় না। এমনটা হলে অন্য বর্ণের মানুষের কাছ থেকেও দাবি উঠতে শুরু করবে। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাতে অস্বীকার করেন।