প্রধানমন্ত্রী মোদিকে খুনের হুমকি দিয়ে অডিও মেসেজ মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশকে, চাঞ্চল্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়ে অডিও ক্লিপ সমেত একটি মেসেজ পাঠানো হয়েছে মুম্বই পুলিশের ট্র্যাফিক উইংয়ের হোয়াটসঅ্যাপ হেল্প লাইন নম্বরে। বিষয়টি নিয়ে প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে। মেসেজটি কে পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশ ও গোয়েন্দারা।
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) খুনের হুমকি (Threat) দিয়ে অডিও ক্লিপ (audio clips) সমেত একটি মেসেজ পাঠানো হয়েছে মুম্বই পুলিশের (Mumbai police) ট্র্যাফিক উইংয়ের (Traffic wing) হোয়াটসঅ্যাপ হেল্প লাইন নম্বরে। বিষয়টি নিয়ে প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে। মেসেজটি কে পাঠিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দারা।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ৩৮ বছরের এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণে মারার হুমকি দেওয়ার জেরে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিস। অক্টোবরের চার তারিখে ওই ব্যক্তি পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার হুমকি দেয়। পাশাপাশি বোমা মেরে মুম্বই ও পুনে স্টেশন উড়িয়ে দেবে বলে জানায়। তদন্তে পুলিশ তাকে গ্রেফতার করে।
ওই ব্যক্তিকে জেরা করার পরে পুলিশের তরফে জানানো হয়, সে ডিপ্রেশনে ভুগছিল। আর তার ফ্ল্যাটের বাইরে বাচ্ছাদের চেঁচামেচিতে ভয় পাচ্ছিল। তাই বাচ্ছাদের ভয় দেখানোর জন্য পুলিশকে ওই ধরনের ফোন করে নিজের ফ্ল্যাটে ডেকে আনার চেষ্টা করে।