Saugata Roy: প্রধানমন্ত্রী কোনও সমালোচনা জবাব দেননি, শুধু পরিবারতন্ত্র নিয়ে ভাষণ দিয়েছেন মন্তব্য সৌগত রায়ের
সংবিধান বিতর্ক নিয়ে শনিবার লোকসভায় ফের কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সকলকে একযোগে আক্রমণ করেছেন তিনি।
সংবিধান বিতর্ক নিয়ে শনিবার লোকসভায় ফের কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সকলকে একযোগে আক্রমণ করেছেন তিনি। এই বক্তব্যের পর যেমন সংসদের একদিকে তিনি বাহবা কুড়োচ্ছেন, অন্যদিকে আবার বিরোধীরা এক তীব্র নিন্দা করছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) মতে, "প্রধানমন্ত্রী তাঁর মনের কথা বলেছেন। তিনি যা ইচ্ছা বলে গিয়েছেন। আদপে তিনি কোনও সমালোচনার উত্তর দেননি। পরিবারতন্ত্রের ওপর ভাষণ দিয়েছেন, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বা নারীদের ওপর অত্যাচার নিয়ে তিনি কিছু বলেননি। এটা একটি লড়াইমুখী ভাষণ। এছাড়া আর কিছুই নয়"।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এদিন ভাষণে বলেছিলেন, "প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে বলেছিলেন সংবিধান যদি আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে যে কোনও মূল্যে তা বদল করতে হবে। এরপর ১৯৫১ সালে সেই পাপ কাজটাও হয়। সেই সময় রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, সংসদের স্পিকার এমনকী একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতারা তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি কারোর কথা শোনেননি"।