TMC: দলীয় বিধায়ক জাকির হুসেনের বাড়িতে আয়কর হানার জের! বিজেপিকে আক্রমণ তৃণমূল সাংসদ শান্তনু সেনের

মুর্শিদাবাদে গিয়ে তৃণমূল বিধায়ক জাকির হুসেনের বাড়িতে হানা দিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। শুক্রবার এই ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতির জ্বলন্ত উদাহরণ বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন।

তৃণমূল সাংসদ শান্তনু সেন (Photo Credits: ANI/ Twitter)

কলকাতা: মুর্শিদাবাদে গিয়ে তৃণমূল বিধায়ক জাকির হুসেনের (TMC MLA Jakir Hossain) বাড়িতে হানা দিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর (IT Department)। শুক্রবার এই ঘটনা বিজেপির (BJP) প্রতিহিংসার রাজনীতির জ্বলন্ত উদাহরণ বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা (political vendetta)। তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হুসেনকে সাংবাদিক বৈঠক (press conference) করার একটি সুযোগ দেওয়া অবশ্যই উচিত ছিল। কিন্তু, ওরা তাঁর ভাবমূর্তিকে কুলষিত (maligning) করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। এটা অনৈতিক (unethical) ও খুবই লজ্জাজনক (shameful)। যদি কোনও ব্যবসায়ী ঠিকঠাক কর দেন তাহলে তাঁর নিজের বাড়িতে টাকা রাখতে অসুবিধা কি আছে? যদি ইডি-কে বিজেপি নেতা-নেত্রীদের বাড়িতে তল্লাশি চালাতে দেওয়া হয় তাহলে এর থেকে বেশি টাকা তাঁদের বাড়ি থেকে উদ্ধার হবে।"

এরপরই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আক্রমণ করে শান্তনু সেন বলেন, "সৌমিত্র খাঁ (Saumitra Khan) এমন একজন মানুষ যিনি তিনটি নির্বাচনে লড়াই করেছেন তিনটি আলাদা দলের হয়। আগামী নির্বাচনে লড়াই করার জন্য দলের টিকিট পাবেন কিনা তা নিয়ে বর্তমানে খুব চিন্তায় আছেন। তাই ভুলভাল কাজ করছেন। তাঁর মন্তব্যগুলোও ছেলেমানুষী মাখানো ও দুর্ভাগ্যজনক। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) সঙ্গে কারও তুলনা চলে না।"