Tiger Attack in Chhattisgarh: জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু ১ ব্যক্তির, প্রাণে বাঁচলেন ২

সোমবার ছত্তিসগড়ের সুরজপুরে বাঘের হামলায় বেঘোরে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। বাঘের হামলায় গুরুতর আহত হয়ে কোন মতে পালিয়ে বেঁচেছেন বাকি দুই।

Tiger (Photo Credits: ANI)

জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের তাণ্ডব। বাঘের হামলায় ছত্তিসগড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও দু জন। সোমবার ছত্তিসগড়ের সুরজপুরে বাঘের হামলায় বেঘোরে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। বনদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, কলমঞ্জন গ্রামের কাছে এক জঙ্গলে বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু এবং ২ জন আহত হয়েছেন।

মৃত ব্যক্তির নাম সময় লাল। বয়স ৩২। আহত দু ব্যক্তি কৈলাস সিং (৩৫) এবং রায় সিং (৩০)। জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন তাঁরা। বাঘের হামলায় গুরুতর আহত হয়ে কোন মতে পালিয়ে বেঁচেছেন তাঁরা। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ বাঘের হামলায় নেপালে তিন মহিলার মৃত্যু, বাড়ছে আতঙ্ক

জঙ্গলে বাঘের হামলার ফলে স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগামী দিনে বাঘের হামলা আরও বাড়তে পারে এবং এভাবেই গ্রামবাসীরা বেঘোরে প্রাণ হারাবেন বলেই আশঙ্কা করছেন তাঁরা। শার্দূলের হামলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করবেন বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন বনদপ্তর কর্মীরা।