Ticket Checker's CPR Revives Elderly Man: মাঝরাস্তায় আচমকাই বুকে ব্যাথা, টিকিট চেকারের তৎপরতায় জীবন ফিরে পেলেন এক ব্যক্তি

ট্রেনে করে বিহারের দ্বারভাঙা থেকে উত্তরপ্রদেশের বারানসীতে যাচ্ছিলেন বিপি কর্ণ নামে এক ব্যক্তি ও তাঁর ভাই। আচমকাই মাঝরাস্তায় হঠাৎই বুকে ব্যাথা শুরু হয় তাঁর।

ট্রেনে করে বিহারের দ্বারভাঙা থেকে উত্তরপ্রদেশের বারানসীতে যাচ্ছিলেন বিপি কর্ণ নামে এক ব্যক্তি ও তাঁর ভাই। আচমকাই মাঝরাস্তায় হঠাৎই বুকে ব্যাথা শুরু হয় তাঁর। রেল মদত অ্যাপের সাহায্যে সমস্যার কথা জানায় তাঁর ভাই। তারপরেই তড়িঘড়ি ছুঁটে আসেন পবন এক্সপ্রেসের (Pawan Express) কর্তব্যরত টিকিট চেকার সবিন্দ কুমার। তাঁর তৎপরতায় জীবন ফিরে পেলেন ওই বয়স্ক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়া স্টেশন থেকে কয়েক কিলোমিটার আগে। জানা যাচ্ছে, ফার্স্ট ক্লাসে বিপি কর্ণ এবং তাঁর ভাই যাচ্ছিলেন। এমন সময়ই ওই প্রৌঢ় অসুস্থতা বোধ করে। তখনই রেলকে মেডিকেল এমার্জেন্সি কারণে ট্রেন থামানোর অনুরোধ করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান সবিন্দ কুমার।

ঘটনাটি দেখে প্রথমে সে আগামী স্টেশন অর্থাৎ চাপড়ার রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় যেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও স্থানীয় হাসপাতালে যেন খবর দেওয়া হয়। কিন্তু স্টেশন আসতে যেহেতু ২০-২৫ মিনিট দেরি ছিল, তাই অসুস্থ ব্যক্তির ভাই এক পরিচিত চিকিৎসককে ফোন করেন। তিনি টিকিট চেকারকে জরুরি অবস্থায় সিপিআর দেওয়ার কথা বলেন। ভিডিও কলিংয়ের মাধ্যমে সবিন্দকে সঠিক পদ্ধতি দেখিয়ে দিতেই সে নিজের দায়িত্বে সিপিআর দেন। প্রায় ১৫ মিনিট ধরে সিপিআর দেন সবিন্দ। আর তারপরেই চাপড়া স্টেশন আসতে রোগীকে ট্রেন থেকে বাইরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো হয়। এবং আপাতত সে বিপদমুক্ত রয়েছেন বলে খবর।

এদিকে এই ঘটনা সামনে আসতেই সবিন্দ কুমারকে নিয়ে হইচই পড়ে যায়। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার টিকিট চেকারের প্রশংসা করেন এবং তাঁকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও করা হয়। তাঁর সাহসিকতার প্রশংসাও করেন বিপি কর্ণের পরিবার।