Lucknow Shocker: ‘Money Heist’ ওয়েব সিরিজ দেখে ডাকাতি, বমাল গ্রেপ্তার ৩
ক্রাইম ওয়েব সিরিজ দেখে একেবারে মোহতে পড়ে গিয়েছিল৷ সেই ওয়েব সিরিজকে অনুপ্রেরণা ধরে নিয়ে সোনার দোকানে ডাকাতি করল তিন যুবক৷ জানা গেছে, সম্প্রতি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ “Money Heist”৷
লখনউ, ৩০ আগস্ট: ক্রাইম ওয়েব সিরিজ দেখে একেবারে মোহতে পড়ে গিয়েছিল৷ সেই ওয়েব সিরিজকে অনুপ্রেরণা ধরে নিয়ে সোনার দোকানে ডাকাতি করল তিন যুবক৷ জানা গেছে, সম্প্রতি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ “Money Heist”৷ এই সিরিজ দেখেই তাদের ডাকাতির ইচ্ছে মনে জাগে৷ শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতী নগরে (Gomti Nagar)৷ ডাকাতির তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য আসে৷ ধরা পড়ে ডাকাতির মূল কারিগর৷ ধৃতের নাম প্রদীপ৷ সে ওই দোকানের সেলসম্যান ছিল৷ সহকর্মীর মাথায় বন্দুক বাগিয়ে ধরেছিল সেইই৷ ডাকাতির পরিকল্পনার ছক করেছিল প্রদীপ একাই৷ প্রথম সহযোগী ইমরান বোরখা পরে দোকানে প্রবেশ করে৷ আরও পড়ুন-Afghanistan Crisis: সাতসকালেই রকেট হানা, কাঁপল কাবুল
একেবারে মেয়েলি গলায় কথা বলে সেলসম্যানের নজর ঘুরিয়ে দেয় ইমরান৷ হাত সাফাইয়ের পর পাতলি গলি দিয়ে কেটে পড়ার বন্দোবস্তও ছিল জব্বর৷ প্রদীপের দ্বিতীয় সহযোগী সন্দীপ গুপ্তা গাড়ি নিয়ে তৈরিই ছিল৷ যেই না ডাকাতি সম্পন্ন হয়েছে ওমনি প্রদীপ ও ইমরানকে গাড়িতে তুলে উধাও সন্দীপ৷ বলাবাহুল্য, তিন নভিশ ডাকাতের মনেই আসেনি দোকানের সিসিটিভি-র কথা৷ সেই ফুটেজই ধরিয়ে দিয়েই তিন মক্কেলকে৷ সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন গোমতী নগরের এসিপি শ্বেতা শ্রীবাস্তব৷ চুরি যাওয়া ১৫ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে৷ বোরখা ও স্নিকার পরিহিত ইমরান-সহ গাড়িটিকে ধরা হয় স্থানীয় গঙ্গোত্রী বিহার এলাকা থেকে৷
এই প্রসঙ্গে এসিপি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি স্পষ্ট হয়ে গেল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম৷ ম্যারাথন জেরার মুখে প্রদীপ ভেঙে পড়ে৷ এরপরই ইমরান ও সন্দীপকে গ্রেপ্তার করা হয়৷” ধৃতরা স্কুলেই পড়াশোনার পাট চুকিয়ে দিয়েছে৷ খুব তাড়াতাড়ি প্রচুর টাকার মালিক হয়ে বিলাসবহুল জীবন কাটানোর পরিকল্পনা ছিল তাদের৷ ডাকাতির আগের দিনই প্ল্যান করা হয়েছিল৷ তবে গাড়ি থেকে বেরনোর সময় স্নিকার খুলে ফেলতে ভুলে যায় ইমরান৷ তার উপরে দোকানের সামনে লাগানো সিসিটিভি-র কথাও তাদের মনে ছিল না৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)