Assam Shocker: পর্ন দেখতে চায়নি, শিশুকন্যাকে পাথরে থেঁতলে খুন করল তিন নাবালক

পর্ন (Porn) দেখতে রাজি হয়নি। তাই তিনজনে মিলে বছর ছয়েকের নাবালিকাকে খুন করল। অভিযু্ক্তরাও নাবালক। তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

Crime Representational Image (Photo Credit :PTI)

নয়গাঁও, ২১ অক্টোবর: পর্ন (Porn) দেখতে রাজি হয়নি। তাই তিনজনে মিলে বছর ছয়েকের নাবালিকাকে খুন করল। অভিযু্ক্তরাও নাবালক। তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। গত মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অসময়ের (Assam) নয়গাঁওয়ের বালিবাট এলাকার এক পাথর ভাঙার মিলে। ধৃতদের মধ্যে একজনের বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বাবা খুনের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। মঙ্গলবার মিলের প্রস্রাবাগারে নাবালিকার নিথর দেহ মেলে। মৃতের পরিবারের লোকজনই পুলিশকে খবর দেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাবালিকাকে তিন নাবালক খুন করেছে। আরও পড়ুন- Prime Minister Narendra Modi Visits Vaccination Site: টিকাকরণে ১০০ কোটি, দিল্লির ভ্যাকসিনেশন কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী (দেখুন ভিডিও)

এই প্রসঙ্গে নয়গাঁও জেলার পুলিশ সুপার আনন্দ মিশ্র বলেন, “তদন্তে নেমে আমরা দেখেছি একই গ্রামের তিন নাবালক এক শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করেছে। অভিযুক্তদের বয়স আট থেকে ১১ বছরের মধ্যে। ধৃতদের একজন বাবা গোটা খুনের ঘটনাটাই গোপন করার চেষ্টা করে।” সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ধৃতরা পর্ন অ্যাডিক্ট। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। খুনের আগে শিশুকন্যার শ্লীলতাহানিও করে তিন গুণধর। ধৃতরা পাথর থেঁতলে নাবালিকাকে খুন করেছে। তিনজনই নাবালিকার প্রতিবেশী। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।