TMC To Meet NHRC: প্রয়াগরাজ হত্যাকাণ্ড নিয়ে কাল জাতীয় মানবাধিকার কমিশনে তৃণমূল

প্রয়াগরাজ হত্যাকাণ্ড (Prayagraj Murder Case) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) কাছে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পশ্চিমবঙ্গের শাসকদলের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির (Fact-Finding Committee) তিন সদস্য আগামীকাল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁরা হলে দোলা সেন (Dola Sen), ললিতেশ ত্রিপাঠী (Lalitesh Tripathi) এবং সাকেত গোখলে (Saket Gokhale)। গত শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ বাড়ির দুই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়। যদিও পুলিশের খাতা ধর্ষণের কোনও উল্লেখ নেই বলেই নিহতদের পরিবারের অভিযোগ। দাবি, ধর্ষণের অভিযোগ নেয়নি পুলিশ।

TMC fact-finding Committee (Photo: Twitter)

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: প্রয়াগরাজ হত্যাকাণ্ড (Prayagraj Murder Case) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) কাছে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পশ্চিমবঙ্গের শাসকদলের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির (Fact-Finding Committee) তিন সদস্য আগামীকাল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁরা হলে দোলা সেন (Dola Sen), ললিতেশ ত্রিপাঠী (Lalitesh Tripathi) এবং সাকেত গোখলে (Saket Gokhale)। গত শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ বাড়ির দুই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়। যদিও পুলিশের খাতা ধর্ষণের কোনও উল্লেখ নেই বলেই নিহতদের পরিবারের অভিযোগ। দাবি, ধর্ষণের অভিযোগ নেয়নি পুলিশ।

রবিবার খেবরাজপুরে যায় তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি। সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন সাংসদ মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি নেতা ললিতেশ ত্রিপাঠী। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন দোলা সেন, মমতাবালা ঠাকুরেরা। পরে মানবধিকার কমিশনে অভিযোগ জানানোর সময় চেয়ে চিঠি লেখা হয়। চিঠিতে প্রয়াগরাজের পুলিশ সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে তৃণমূলের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি। আরও পড়ুন: Thai Airways Plane'sTyre Bursts: বিমানবন্দরে অবতরণের আগেই ফেটে গেল বিমানের চাকা

তৃণমূলের দাবি, মৃত সুনীলের স্ত্রী ও তাঁর বোনের রক্তাক্ত নগ্ন দেহ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে। পরিবারের অভিযোগ, তাঁদের ধর্ষণ করা হয়েছিল খুনের আগে। যদিও পুলিশ তাদের অভিযোগে ধর্ষণের কথা উল্লেখই করেনি।



@endif