Odisha: ভুবনেশ্বরের হোটেলে মাদক খাইয়ে নাবালিকাকে গনধর্ষণ, গ্রেফতার এক মহিলা সহ ৫

কিশোরীকে মাদক খাইয়ে অচৈতন্য করে গনধর্ষণ করল একদল যুবক। গত ১৬ অক্টোবর ওড়িশার ভুবনেশ্বরের নয়াপল্লী এলাকায় ঘটেছিল এই ঘটনা।

Representational Image (Photo Credit: X)

কিশোরীকে মাদক খাইয়ে অচৈতন্য করে গনধর্ষণ করল একদল যুবক। গত ১৬ অক্টোবর ওড়িশার র নয়াপল্লী এলাকায় ঘটেছিল এই ঘটনা। সম্প্রতি নাবালিকা বাড়িতে এই ঘটনা জানানোর পর পুলিশে (Bhubaneswar Police) দায়ের করা হয় অভিযোগ। আর তারপরেই গত ১২ ঘন্টায় এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজন কিশোরীর বান্ধবী রয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশসূত্রে খবর, অভিযুক্ত যুবকদের মধ্যে একজন ২১ বছর বয়সী এবং একজন ২৩ বছর বয়সী ছিল। এবং বৃহস্পতিবার বিকেলের দিকে যে দুজন গ্রেফতার হয় তাঁদের সকলেরই বয়স ১৯ বছর বয়স।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নির্যাতিতা কিশোরীর বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সেই সময় অভিযুক্ত নাবালিকা তাঁর কয়েকজন বন্ধুদের সঙ্গে পরিচয় করায়। তাঁরাই পানীয় মধ্যে মাদক মিশিয়ে নির্যাতিতাকে অচৈতন্য করেন। আর তারপরেই হোটেলে নিয়ে গিয়ে তাঁকে গনধর্ষণ করা হয় এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকার দাবি করে অভিযুক্তরা। প্রথমে কয়েকদিন ভয়ে বাড়িতে কিছু না বললেও পরে পরিবারকে নির্যাতিতা সবকিছু জানায়। তারপরেই পুলিশে অভিযোগ জানানোর কয়েকঘন্টার মধ্যেই অভিযুক্তরা গ্রেফতার হয়।



@endif