2010 Delhi Riot Case: দিল্লি দাঙ্গা মামলায় পর্যাপ্ত প্রমাণের অভাবে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সহ ৭ জনকে বেকসুর খালাস করল আদালত
২০১০-এ দিল্লি দাঙ্গা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মহম্মদ খান।
২০১০-এ দিল্লি দাঙ্গা মামলায় (2010 Delhi Riot Case) অন্যতম অভিযুক্ত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মহম্মদ খান। এই দাঙ্গার নেপথ্যে তিনি ছাড়াও বেশ কয়েকজনকে সেই সময় গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তবে প্রমাণের অভাবে বৃহস্পতিবার কংগ্রেস নেতা সহ ৬ জনকে বেকসুর খালাস করল দিল্লি রউস অ্যাভিনিউ আদালত। এদিন আদালতের তরফ থেকে জানানো হয়, প্রসিকিউশন সন্দেহের উর্ধ্বে কোনও যুক্তিসঙ্গত তথ্যপ্রমাণ দিতে পারেনি। আর সেই কারণে সুবিধা পেয়ে গিয়েছেন অভিযুক্তরা।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৪ মার্চ তৎকালিন ওখলার বিধায়ক আসিফ মহম্মদ খান জামিয়া নগর পুলিশ স্টেশনে কমপক্ষে ১৫০ থেকে ২০০ জন সমর্থক নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল। তাঁদের দাবি ছিল রাজ্যসভার সাংসদ পারভেজ হাসমির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। এই নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডাও চলছিল। তারপর পুলিশকে জোরপূর্বক এফআইআর লিখতে বলে আসিফ। সেই সময়ই পারভেজ তাঁর দলবল নিয়ে থানায় যায়। আর তারপরেই দুইপক্ষের মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি, মারধর চলে। আর এতেই গুরুতর আহত হন দুই পুলিশকর্মী সহ পারভেজ ও আসিফের একাধিক কর্মী সমর্থকরা।