Maharashtra: বদলাপুর ধর্ষণকাণ্ডের মুল অভিযুক্তের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের আর্জি থানে পুলিশের
গত সোমবার পুলিশি এনকাউন্টারে নিহত হয় বদলাপুর স্কুল যাত্রীদের যৌন নির্যাতন ঘটনায় মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে।
গত সোমবার পুলিশি এনকাউন্টারে নিহত হয় বদলাপুর স্কুল যাত্রীদের যৌন নির্যাতন ঘটনায় মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে (Akshay Shinde)। জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তভার সিআইডিকে নেওয়ার আর্জি জানালো থানে পুলিশ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই চিঠি লিখে সিআইডির কাছে আবেদন জানানো হয়েছে। সম্ভবত খুব শীঘ্রই অক্ষয়ের মৃত্যুর ঘটনার তদন্তভার নেবে সিআইডি। অক্ষয় শিন্ডে মৃত্যু ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।বিরোধীদের দাবি, পরিকল্পনামাফিক অক্ষয়কে খুন করে কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। অন্যদিকে রাজ্য সরকার এর বিরোধীতা করে আসছে।
প্রসঙ্গত, গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ মুমব্রা বাইপাসের কাছে এক কনস্টেবলের বন্দূক নিয়ে পালাতে যাচ্ছিল অক্ষয়। পুলিশ তাঁকে আত্মসমর্পন করতে বললেও সে পালানোর চেষ্টা করে এবং পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা গুলি করে পুলিশ। আর তাতেই গুরুতর আহত হয় সে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পুলিশি হেফাজতে মৃত্যু হওয়ার কারণে এই ঘটনার তদন্ত সিআইডি করবে বলে জানা গিয়েছে।