Thane: ১ লক্ষ টাকার বিনিময়ে পাঁচদিনের সন্তানকে বিক্রি, গ্রেফতার বাবা-মা

অভিযোগের ভিত্তিতে নবজাতকের বাবা-মা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের ৭৫ এবং ৮১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ মাত্র পাঁচদিন বয়স তার। যে মা পৃথিবীতে এনেছিল সেই-ই অর্থের বিনিময়ে বিক্রি করে দিল তাকে। হ্যাঁ এমনই এক ঘটনা ঘটেছে নাগপুরে। নিজের পাঁচদিনের পুত্র সন্তানকে(Son) ১ লক্ষ ১০ হাজার টাকার(Money) বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির(Childless Couple) কাছে বিক্রি করলেন সদ্যজাতর(New Born) বাবা-মা। ইতমধ্যেই এই দুই দম্পতিসহ দুই মধ্যস্থতাকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে নাগপুরে। যদিও অভিযুক্ত দুই দম্পতি মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুরের বাসিন্দা। তবে এক আত্মীয়র সাহায্যে নাগপুরে গিয়ে কোলের শিশুকে বিক্রি করেন সদ্যজাতর বাবা-মা। অনেকদিন ধরেই বাচ্চা দত্তক নেওয়ার চেষ্টা করছিলেন পূর্ণিমা শেলকে (৩২) এবং তাঁর স্বামী স্নেহদীপ ধরমদাস শেলকের(৪৫)। এই দম্পতির সঙ্গে সদ্যজাত শিশুর বাবা-মা ভন্ডু দয়ারাম গেন্দ্রে (৩১) এবং তার স্ত্রী শ্বেতা (২৭)-এর পরিচয় করিয়ে দেন কিরণ ইঙ্গলে এবং তাঁর স্বামী প্রমোদ ইঙ্গলে। এই দম্পতি নাগপুরের বাসিন্দা। তাঁদের কথামতো নাগপুরেই ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতির হাতে নিজের ছেলেকে তুলে দেন শেলকে দম্পতি। এরপরই খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হয় অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং স্কোয়াড (এএইচটিএস)। পরবর্তীতে এই ছয়জনের বিরুদ্ধে নাগপুরের কালামনা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নবজাতকের বাবা-মা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের ৭৫ এবং ৮১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

অর্থের বিনিময়ে পাঁচদিনের সন্তানকে বিক্রি করলেন বাবা-মা