Telengana Shocker: দুই সন্তানকে খুন করে নদীতে ঝাঁপ নিয়ে আত্মঘাতী মা

গঙ্গা আরতি করতে শয়ে শয়ে ভক্তরা আসেন এখানে। সেই ঘাটেই ছেলে মেয়েকে নিয়ে মা গঙ্গার নাম করে বিসর্জন নিলেন মনসা। ঘাটের পাশ থেকে দুটি স্কুল ব্যাগ এবং দুটি ফাঁকা টিফিন বক্স উদ্ধার করে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ২৩ জানুয়ারিঃ নিজের দুই খুদে সন্তানকে নদীতে ঠেলে ফেলে দিলেন মা। সন্তানদের গোদাবরী নদীতে ঠেলে ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দিলেন তিনি। সোমবার সকালে দুই শিশু সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যা করেন ২৭ বছরের মনসা।

আরও পড়ুনঃ গভীররাতে জাতীয় সড়কে দুর্ঘটনা, হত ৫ যুবক

ডুবুরীদের সহায়তায় তিনজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। পাঠাবো হয়েছে ময়নাতদন্তের জন্যে। জানা গিয়েছে, মহিলার ছেলে বালাদিত্যের বয়স ৮ এবং মেয়ে নবশ্রীর বয়স ৭। তেলেঙ্গানার নির্মল জেলায় গোদাবরী নদীর ঘাটে এমন চরম পদক্ষেপ নিয়েছেন মনসা।

গঙ্গা আরতি করতে শয়ে শয়ে ভক্তরা আসেন এখানে। সেই ঘাটেই ছেলে মেয়েকে নিয়ে মা গঙ্গার নাম করে বিসর্জন নিলেন মনসা। ঘাটের পাশ থেকে দুটি স্কুল ব্যাগ এবং দুটি ফাঁকা টিফিন বক্স উদ্ধার করে পুলিশ। যা ওই মৃত ছেলে মেয়ের বলেই অনুমান করা যাচ্ছে। পুলিশ এও অনুমান করছে, ছেলে মেয়েদের পেট ভর্তি করে খাইয়ে তারপর তাঁদের ঘাট থেকে জলে ঠেলে ফেলে দেন তিনি। এরপর নিজেও ঝাঁপ দেন নদীতে। কী কারণে ওই মহিলা এমন একটি পদক্ষেপ নিলেন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার একটি মামালাও দায়ের করেছে পুলিশ। মামলার ভিত্তিতে আগামী দিনে তদন্ত এগোবে।