Telangana: ১৪ কোটি টাকার মাদক সহ হায়দরাবাদ বিমানবন্দরে গ্রেফতার আফ্রিকান যাত্রী

ব্যাগ খুলে তার ভিতর থেকে আফ্রিকার ঐতিহ্যবাহী আটটি পোশাক সহ তিনটি সাবানের বাক্স হাতে পান কাস্টম অফিসাররা। এরপরেই চক্ষু ছানাবড়া হয় অফিসারদের।

FIR and Arrest (Photo Credits: IANS)

হায়দরাবাদ, ৪ জুলাইঃ কয়েক কোটি টাকার মাদক সহ হায়দরাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার এক মহিলা যাত্রী। বিমানবন্দরের কাস্টম অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন ওই মহিলা। যাত্রীর থেকে উদ্ধার করা মাদকের আন্তর্জাতিক বাজারে মূল্য ১৪ কোটি টাকা। মাদক সহ ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি ৭টাকা বেড়ে দিল্লিতে গ্যাসের দাম হল ১৭৮০

বিমানবন্দরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, গত ২ জুলাই কেনিয়ার রাজধানী নাইরুবি থেকে হায়দরাবাদ এসেছিলেন ওই যাত্রী। হায়দরাবাদ বিমানবন্দরে যখন যাত্রীদের লাগেজ পর্যবেক্ষণ করা হচ্ছে তখন ৪৩ বছরের ওই মহিলার একটি হাতব্যাগ সন্দেহভাজন মনে হয় অফিসারদের। কারণ ওই হাতব্যাগের ওজন স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। সেই ব্যাগ খুলে তার ভিতর থেকে আফ্রিকার ঐতিহ্যবাহী আটটি পোশাক সহ তিনটি সাবানের বাক্স হাতে পান কাস্টম অফিসাররা।

এরপরেই চক্ষু ছানাবড়া হয় অফিসারদের। ওই সমস্ত পোশাক, সাবানের বাক্সর ভিতর থেকে মেলে একাধিক কালো রঙের প্যাকেট। সেই প্যাকেটের মধ্যে ছিল সাদা রঙের পাউডার। পরীক্ষার করার পর জানা যায় তা আসলে হেরোইন। মোট ২,০২৭ গ্রামের মাদক সহ আটক হন আফ্রিকান যাত্রী। মাদক আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।



@endif