Telangana: বল করতে নেমে হৃদরোগ, ম্যাচ চলাকালীন ক্রিকেটরের আচমকা মৃত্যু

ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ওই ক্রিকেটর আচমকা পড়ে যেতেই ছুটে আসে মাঠে উপস্থিত মেডিক্যাল টিম। তাঁকে CPR দেওয়া হয়।

প্রতীকী ছবি (Photo Credits: Pexels)

হায়দরাবাদ, ৭ এপ্রিলঃ ক্রিকেট ম্যাচ চলাকালীন ক্রিকেটরের আচমকা মৃত্যু। ৭ এপ্রিল শুক্রবার তেলেঙ্গানার এক ক্রিকেটরের হৃদরোগে মৃত্যু হয়েছে। এদিন স্থানীয় টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন বছর ৩৭ এর শনিগরম আঞ্জানেউলু। বল করতে নেমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আচমকা মাঠের মধ্যে পড়ে জান শনিগরম।

তেলেঙ্গানার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ওই ক্রিকেটর আচমকা পড়ে যেতেই ছুটে আসে মাঠে উপস্থিত মেডিক্যাল টিম। তাঁকে CPR দেওয়া হয়। কিন্তু ক্রিকেটরের শরীর কোন জবাব দেয়নি। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ৩৭ বছরের ক্রিকেটরকে মৃত বলে ঘোষণা করেন।

দুই সন্তান এবং স্ত্রীকে রেখেই মৃত্যুর পথে রওনা দিলেন তিনি। তেলেঙ্গানার ক্রিকেটরে মৃত্যু নিয়ে একটি মামলাও দায়ের করেছে পুলিশ।

যদিও ক্রিকেট ম্যাচ চলাকালীন ক্রিকেটরের হৃদরোগে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে সুরাটে ৩২ বছরের নিমেশ আহিরের মৃত্যুও হয়েছিল ঠিক একই ভাবেই। ম্যাচ চলাকালীন বুকের যন্ত্রণায় মাটিয়ে লুটিয়ে পড়েন। এবং মৃত্যু হয় আহিরের।