Telangana: দুধের শিশুকে ছিঁড়ে খেল পথকুকুরে, ঘর থেকে মিলল ক্ষতবিক্ষত অঙ্গহীন পাঁচ মাসের নিথর দেহ
ঘরের মধ্যে শিশুটি ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়িতে ঢোকে একটি কুকুর। হামলা করে ঘুমন্ত নবজাতকের উপর। কুকুরের কামড়াকামড়িতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শিশুটির কিছু অঙ্গপ্রত্যঙ্গ কুকুরে খেয়ে ফেলেছে বলেও জানা গিয়েছে।
হায়দরাবাদ, ১৪ মেঃ পাঁচ মাসের দুধের শিশুকে ছিঁড়ে খেল পথকুকুরে (Stray Dog)। ঘরের মধ্যে শিশুটি ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়িতে ঢোকে একটি কুকুর। হামলা করে ঘুমন্ত নবজাতকের উপর। কুকুরের কামড়াকামড়িতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তেলঙ্গানার ভিকারাবাদ জেলায় পাঁচ মাসের শিশুর এমন নির্মম মৃত্যুর ঘটনায় গা শিউড়ে উঠছে গ্রামবাসীর।
পুলিশ সূত্রে খবর, কুকুরটি যখন শিশুটির উপর হামলা করে তখন তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে নিজের মত কাজ করছিলেন তিনি। ফাঁক বুঝে কখন বাড়িতে কুকুর ঢোকে। সোজা কামড় বসায় দুধের শিশুটির গলায়। মৃত ছেলের শরীরে মিলেছে একাধিক ক্ষতের চিহ্ন। এমনকি কিছু অঙ্গপ্রত্যঙ্গ কুকুরে খেয়ে ফেলেছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পার্কে খেলতে থাকা শিশুর উপর পথকুকুরদের হামলা, কোনক্রমে উদ্ধার
ঘটনা জানাজানি হতেই পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষিপ্ত গ্রামবাসীরা মিলে ওই কুকুরটিকে ধরে তাকে মেরে ফেলেছে বলে খবর।