Tamil Nadu: মুশুলধারে বৃষ্টিতে ভিজছে তামিলনাড়ু, সতর্কতা জারি করে বন্ধ স্কুল-কলেজ

অতিরিক্ত বৃষ্টির কারণে তামিলনাড়ুর ভিলুপুরম, আরিয়ালুর, কুদ্দালোর, নাগাপট্টিনাম, এবং পুদুচেরি ও কাড়াইকাল এই ছয় জায়গায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Heavy Rain in Bengaluru (Photo Credits: Instagram)

মুশুলধারে বৃষ্টিতে ভিজছে তামিলনাড়ু (Tamil Nadu Rain)। সোমবার আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছিল। নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টির জেরে কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে হাওয়া অফিস। ১৩ এবং ১৪ নভেম্বর সতর্কতা জারি করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে তামিলনাড়ুর ভিলুপুরম, আরিয়ালুর, কুদ্দালোর, নাগাপট্টিনাম, এবং পুদুচেরি ও কাড়াইকাল এই ছয় জায়গায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে জানানো হয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের উপকূলীয় অঞ্চলগুলিতে ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই দিন প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধও করেছে হাওয়া অফিস।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতরের তরফেও আজ মঙ্গলবার ১৪ নভেম্বর তামিলনাড়ু, পদুচেরিতে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে।