Tamil Nadu: ফুটন্ত গরম রসের পাত্রে পড়লেন যুবক, বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক মৃত্যু কলেজ পড়ুয়ার
বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলেন ওই পড়ুয়া। অতিথিদের খাবার পরিবেশনের সময়ে আচমকাই ফুটন্ত রসের কড়াইয়ের মধ্যে পড়ে যান তিনি।
চেন্নাই, ১ মেঃ জমজমাট বিয়ের অনুষ্ঠান। এরই মাঝে ঘটে গেল এক দুর্ঘটনা। বিয়ে বাড়িতে রসের বড় কড়াইয়ের মধ্যে পড়ে গেলেন এক যুবক। ফুটন্ত গরম রসের পাত্রে পড়ে দগ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। বিয়ের অনুষ্ঠানে এসে মর্মান্তিক মৃত্যু ২১ বছরের কলেজ পড়ুয়ার।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃত কলেজ পড়ুয়া পড়াশুনার পাশাপাশি ক্যাটারিংয়ের কাজ করতেন। গত সপ্তাহে তামিলনাড়ুর (Tamil Nadu) ভিরুভাল্লুর জেলায় এক বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলেন ওই পড়ুয়া। অতিথিদের খাবার পরিবেশনের সময়ে আচমকাই ফুটন্ত রসের কড়াইয়ের মধ্যে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে যুবককে গরম রসের পাত্র থেকে টেনে তুলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এতদিন চিকিৎসারত ছিলেন ওই কলেজ পড়ুয়া। ৩০ এপ্রিল হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুনঃ গুলিবিদ্ধ প্রখ্যাত ক্রিকেট কোচ রাম লাল জাদভ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
বিয়ের অনুষ্ঠানে ফুটন্ত রসে পাত্রে পড়ে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় অপঘাতে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চালাবে পুলিশ।