Tamil Nadu: গার্হস্থ কলহের শিকার, অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে খুন করলেন স্বামী

বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। ভালোবেসেই তাঁদের চারহাত এক করেছিল দুই পরিবার। কিন্তু বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয় সংসারে।

Death Representative Image (Photo Credits: Pixabay)

চেন্নাই, ৮ মেঃ ভারতবর্ষের নানা প্রান্তে নিত্যদিনই কত শত মহিলা শিকার হন গার্হস্থ কলহের। শনিবার, তামিলনাড়ুর (Tamil Nadu) মাদুরাইয়ে গার্হস্থ অশান্তির শিকার হলেন এক গর্ভবতী মহিলা। স্বামীর হাতে মার খেয়ে মৃত্যু হল তিন মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলার।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গত জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এস রাম্য এবং এস সতীশকুমার (৩২)। বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। ভালোবেসেই তাঁদের চারহাত এক করেছিল দুই পরিবার। কিন্তু বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয় সংসারে। তিন মাস আগে রাম্য জানতে পারেন, তাঁর শরীরের মধ্যে আরও একটি প্রাণ বেড়ে উঠছে।

কিন্তু শ্বশুর বাড়িতে তাঁর মা হওয়ার খবর মেনে নিতে পারেনি কেউই। এমনকি তাঁর স্বামীও না। ঘটনার আগের দিন শ্বশুর বাড়ির সকলে ওই মহিলাকে জোর করেন, তিনি যেন গর্ভপাত করিয়ে নেন। কিন্তু শ্বশুর বাড়ির সেই প্রস্তাবে একেবারেই রাজি ছিলেন না মহিলা। শনিবার দুপুরে আবার এই নিয়ে শুরু হয় অশান্তি। ঝামেলার মাঝেই একটা বাঁশ তুলে নিয়ে এসে গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারতে থাকে সতীশকুমার। মারের চোটে বাড়িতেই মৃত্যু হয়েছে রাম্যর।

জামাই এবং শ্বশুর বাড়ির বিরুদ্ধে তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে খুনের অভিযোগ তুলেছেন মৃতার বাবা। খুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে স্বামী, সহ শ্বশুর বাড়ির সদস্যদের।