Tamil Nadu: জল ভেবে মেয়েকে স্পিরিট খাওয়ালেন মা, হাসপাতালে মৃত্যু ৯ বছরের মেয়ের

হাসপাতালের নার্সের বিরুদ্ধে রোগীদের সেবা শুশ্রূষায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত মেয়ের মা। মহিলার দাবি, কাউকে কিছু না জানিয়ে এক নার্স তাঁর মেয়ের বেডের পাশে ওই স্পিরিটের বোতল রেখে গিয়েছিলেন।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মাদুরাই, ১৭ জুনঃ কিডনির সমস্যা নিয়ে তামিলনাড়ু (Tamil Nadu) মাদুরাইয়ের (Madurai) সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ বছরের এক কিশোরী। হাসপাতালেই মৃত্যু হল তাঁর। জলের ভেবে ভুলবশত স্পিরিট খাইয়ে দেওয়ায় প্রান গিয়েছে মেয়েটির। সেই চরম ভুলটি হয়েছে মেয়েটির মায়ের হাতেই। জল ভেবে মেয়েকে স্পিরিট খাইয়ে দেন মা।

আরও পড়ুনঃ ফের পথ দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, বলি ৩

হাসপাতালের নার্সের বিরুদ্ধে রোগীদের সেবা শুশ্রূষায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত মেয়ের মা। মহিলা দাবি করেছেন, কাউকে কিছু না জানিয়ে এক নার্স তাঁর মেয়ের বেডের পাশে ওই স্পিরিটের বোতল রেখে গিয়েছিলেন। যা তিনি জল ভেবে মেয়েকে খাইয়ে দেন। স্পিরিট পানের পর থেকেই মেয়ের শারীরিক অবস্থার চরম অবনিতি ঘটে। তার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ৯ বছরের মেয়ে, অভিযোগ মায়ের।

যদিও মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট অন্য কথা বলছে। রিপোর্টে তাঁর মৃত্যুর সঙ্গে স্পিরিটের কোন যোগ নেই বলেই দাবি করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ব্রেন হ্যামারেজ হওয়ার কারণে মৃত্যু হয়েছে মেয়েটির।

হাসপাতালের কর্তৃপক্ষ জানান, মেয়েটির কিডনির সমস্যা ছিল। তাই চিকিৎসার জন্যে তাঁর জল খাওয়ার পরিমাণও সীমিত ছিল। ফলে স্পিরিট সামান্যই গিয়েছিল তাঁর মুখে। যদিও সঙ্গে সঙ্গে থুথু ফেলে মুখ থেকে সেই স্পিরিট বের করে দিয়েছিল সে।



@endif