Tamil Nadu: পোষ্য কুকুরকে তাড়া করে বাড়ির মধ্যে চিতাবাঘের হানা, খবর করতে এসে ১ সাংবাদিক সহ আহত ৬
বাড়ির ভিতর থেকে আবাসিকদের উদ্ধার করতে ভিতরে প্রবেশ করেন উদ্ধারকারী দল। আর তখনই চিতাবাঘ কয়েকজন উদ্ধারকারীর উপরেও হামলা করে।
তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার কুনুরের (Coonoor) কাছে ব্রুকল্যান্ডে চিতাবাঘের (Leopard) আক্রমণে আহত ৬ ব্যক্তি। আহতদের মধ্যে রয়েছে এক সাংবাদিক সহ কুনুর বন দফতর বিভাগের কয়েকজন কর্মী। ব্রুকল্যান্ডের একটি বাড়ির পোষ্য কুকুরকে তাড়া করে জঙ্গল থেকে বেরিয়ে আসা চিতাবাঘটি। এরপরে কুনুরের কাছে ব্রুকল্যান্ডের একটি বাড়িতে ঢুকে পড়ে সে। আতঙ্কে ওই বাড়ির লোক সঙ্গে সঙ্গে কুনুর বন বিভাগ ও দমকল উদ্ধারকারী দলকে খবর দেয়। বাড়ির ভিতর থেকে আবাসিকদের উদ্ধার করতে ভিতরে প্রবেশ করেন উদ্ধারকারী দল। আর তখনই চিতাবাঘ কয়েকজন উদ্ধারকারীর উপরেও হামলা করে।
বসতি এলাকায় চিতাবাঘ ঢুকে পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছয় এক সাংবাদিক। খবর করতে এসে চিতাবাঘের হামলার শিকার হন তিনিও। ওই সাংবাদিক সহ মোট ৬ জন আহত হয়েছেন চিতাবাঘের হামলায় (Leopard Attack)।
চিতাবাঘ উদ্ধারে চলছে অভিযান...
কুনুর বন বিভাগের এক কর্মী জানিয়েছেন, বাড়ির ভিতর চিতাবাঘ ধুকেছে সেই খবর পাওয়া মাত্রই তাঁদের দল সেখানে পৌঁছয়। বাঘটিকে আটক করার অভিযানে নামেন তাঁরা। সেই অভিযানেই আহত হয়েছেন মোট ৬ জন। সাংবাদিক সহ বাকি আহতদের উদ্ধার করে কুনুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানাচ্ছেন, চিতাবাঘটি এখনও বাড়ির ভিতরেই রয়েছে। তাকে আটক করার জন্যে তাঁদের অভিযান চলছে।