Swati Maliwal Assault Case: সাংসদ স্বাতীর উপর হেনস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছেন স্বাতী। দিল্লি পুলিশে দায়ের করেছেন এফআইআর। অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে কেজরির বাসভবনে পৌঁছয় ফরেন্সিক দল।

Swati Maliwal (Photo Credit: ANI)

নয়া দিল্লি, ১৭ মেঃ আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল হেনস্থাকাণ্ডে (Swati Maliwal) রাজধানীর রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছেন স্বাতী। দিল্লি পুলিশে দায়ের করেছেন এফআইআর। অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে কেজরির বাসভবনে পৌঁছয় ফরেন্সিক দল। হেনস্তার ঘটনার কোনরকম নমুনা সংগ্রহ করা যায় কিনা তা খতিয়ে দেখতে এদিন মুখ্যমন্ত্রীর আবাসনে আসে ফরেন্সিক দল।

এদিন দিল্লি পুলিশের একটি দল ঘটনার তদন্তের স্বার্থে আপ আহ্বায়কের সহকারী বৈভবের আবাসনেও যান। কিন্তু সেখান থেকে খালি হাতে ফিরতে হয় দিল্লি পুলিশের তদন্তকারী দলকে। ভিতরে ঢোকার অনুমতিই পায়নি পুলিশ। বৈভবের বাড়ির সামনে বেশকিছুক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার পর ফিরে আসেতে হয়েছে তদন্তকারী আধিকারিকরদের। এরপর সোজা মুখ্যমন্ত্রীর বাসভবনে ফরেন্সিক টিম পাঠায় দিল্লি পুলিশ (Delhi Police)।

মুখ্যমন্ত্রীর বাসভবনে ফরেন্সিক টিম... 

তদন্তের মাঝে ১৩ মে সোমবার কেজরিওয়ালের বাসভবনের অন্দরে স্বাতী এবং বৈভব কুমারের (মুখ্যমন্ত্রী সহকারী) মধ্যে বচসার সেই ভিডিয়ো শুক্রবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)। সেই ভিডিয়ো নতুন করে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি করেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্বাতী এবং বৈভব বাগবিতণ্ডার জড়িয়েছেন। সাংসদকে বাইরে যেতে অনুরোধ করছেন বৈভব। সোফায় বসে স্বাতী তাঁকে গায়ে হাত দিলে পুলিশকে ফোন করার হুমকি দিচ্ছেন। সেই সঙ্গে স্বাতীকে এও বলতে শোনা যায়, বৈভবের চাকরি যাতে যায় সেই ব্যবস্থাও করবেন তিনি।

সেদিনের ঘটনার ভিডিয়ো... 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলে মহিলা কমিশনের প্রাক্তন প্রধান বিস্তারিত জানিয়েছেন, বৈভব তাঁকে থাপ্পড় মেরেছেন। লাথি মেরেছেন। এবং লাঠি দিয়েও আঘাত করেছেন। ঘটনায় বাহ্যিক চোট না পেলেও আভ্যন্তরীণ চোট পেয়েছেন বলে পুলিশকে অভিযোগে জানিয়েছেন সাংসদ। সেই মত বৃহস্পতিবার রাতেই স্বাতীকে মেডিকেল টেস্টের জন্যে নিয়ে যাওয়া হয় দিল্লির এইম হাসপাতালে।

 



@endif