Brahmos Missile: ব্রহ্মস সংস্করণের সফল উৎক্ষেপণ

ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধের আবহে ভারতীয় বিমানবাহিনী সম্প্রতি অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে।

Brahmos Missile fire successful (Photo Credit: PTI)

মুম্বই: ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধের আবহে ভারতীয় বিমানবাহিনী সম্প্রতি অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের (Brahmos Missile) সফল উৎক্ষেপণ করেছে। বিমানবাহিনী সূত্রে খবর, ভূমি থেকে ভূমি (Surface to Surface version) আঘাত হানতে সক্ষম এই মিসাইলের পরীক্ষামূলক সমস্ত কাজকর্ম সফলভাবেই হয়েছে। ভারতে পূর্বে সমুদ্র উপকূলের কাছে দীপপুঞ্জ থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায় বিমানবাহিনী। জনা গিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের এই সংস্করণ।

দেখুন 

ভারতের হাতে এখন এত রকমের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং সেগুলির বৈশিষ্ট্য এতই বিধ্বংসী যে সেগুলো যেকোনও শক্তিশালি দেশকে টেক্কা দিতে পারে। দিয়েছে। পৃথিবীতে যত রকমের ক্রুজ মিসাইল রয়েছে, তার মধ্যে ব্রহ্মস সবচেয়ে দ্রুতগামীর।