Murder Via Snake Bite: বিবাহ বহির্ভূত সম্পর্ক গোপন রাখতে বিষধর সাপের সহযোগিতায় খুন, কী বলল সুপ্রিম কোর্ট?
বিষাক্ত সাপকে কাজে লাগিয়ে খুন (Murder Via Snake Bite) করা একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে৷ এমনই এক অভিযুক্তের জামিন খারিজ করল দেশের শীর্ষ আদালত৷
নতুন দিল্লি, ৭ অক্টোবর: বিষাক্ত সাপকে কাজে লাগিয়ে খুন (Murder Via Snake Bite) করা একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে৷ এমনই এক অভিযুক্তের জামিন খারিজ করল দেশের শীর্ষ আদালত৷ অভিযুক্তের নাম কৃষ্ণ কুমার৷ মণীশের প্রেমিকার শাশুড়িকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ অভিযোগ, মণীশের সঙ্গেই বিষধর সাপ কিনতে যায় কৃষ্ণ কুমার৷ ওই সাপের কামড়ে প্রেমিকার শাশুড়িকে মেরে ফেলার পরিকল্পনা ছিল দু’জনের৷ সাপের কামড়ে প্রবীণার মৃত্যুও হয়েছে৷ এই কৃষ্ণ কুমারের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ এই প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত বলেন, “বিষধর সাপকে কাজে লাগিয়ে খুন করানো এখন ট্রেন্ড৷ রাজস্থানে এই ঘটনা আকছার ঘটছে৷” আরও পড়ুন- Navratri 2021 Wishes: নবরাত্রির সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা নমো, নাড্ডার; দেখুন টুইট
এদিন বিচারপতি সূর্যকান্ত, প্রধান বিচারপতি এনভি রামনা ও বিচারপতি হিমা কোহলির ডিভিশনবেঞ্চ কৃষ্ণ কুমারের জামিনের আবেদন শোনেন৷ এদিন শুনানিতে বেঞ্চ জানায়, অভিযুক্ত খুনের স্পৃহা নিয়েই সাপ ছেড়েছিল, তাই তার জামিন হচ্ছে না৷ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বেঞ্চ অভিযুক্তের উদ্দেশে জানিয়ছে, তুমি অভিনব উপায়ের সহাতায় ভয়ঙ্কর অপরাধ করেছ৷ এই পর্যায়ে তাই তুমি জামিন পেতে পারো না৷ ২০১৯-এ রাজস্থানের ঝুনঝুনু জেলায় খুনের ঘটনাটি ঘটে৷ প্রেমিকা কল্পনার শাশুড়িকে খুনের জন্যই মণীশ এই ভয়ঙ্কর পরিকল্পনা করে৷ কল্পনার স্বামী শচিন একজন সেনা জওয়ান৷
মণীশের সঙ্গে আল্পনার বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে গিয়েছিলেন শাশুড়ি সুবোধ দেবী৷ বুঝতে পেরে, যুগলে তাঁকে খুনের পরিকল্পনা করে৷ সাপ ব্যবসায়ীর কাছ থেকে বন্দু কুমারকে সঙ্গে নিয়ে ১০ হাজার টাকা বিষধর সাপও কিনে আনে মণীশ৷ ২০১৯-এর ২ জুন সুবোধ দেবীকে সাপের কামড়ায়৷ সপ্তাহখানেক পর সুবোঝ দেবীর মৃত্যু হলে গোটা পরিবারের সন্দেহ গিয়ে পড়ে আল্পনার উপরে৷ স্বাভাবিক ভাবেই থানায় অভিযোগ দায়ের হয়৷ তদন্তে নেমে পুলিশ দেখতে পায় ঘটনার দিন মণীশ ও আল্পনার দুজন ফোনে ১২৪ বার কতা বলেছে৷ এবং কুমারের সঙ্গে সেদিন আল্পনা ১৯ বার কথা বলেছে৷ ২০২০-র ৪ জানুয়ারি এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ সেই থেকে তিনজনেই গারদে রয়েছে৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)