Sudden Heart Attack Death in Nuh: শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা নুহতে, হৃদরোগে মৃত্যু কর্মরত সাব-ইন্সপেক্টরের

বিনা অনুমতির শোভাযাত্রায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছিল। ২ দিনের জন্যে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা ঘোষণা হয়েছে। এরই মাঝে জানা গেল, সোমবার নুতে কর্মরত এক সাব-ইন্সপেক্টর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Nuh Security Morning Visual Photo Credit- Twitter@ANI

গুরুগ্রাম, ২৯ অগাস্টঃ হরিয়ানার (Haryana) নুহতে বিশ্ব হিন্দু পরিষদের 'শোভাযাত্রা'য় মেলেনি প্রশাসনের অনুমতি। অনুমতি না মেলা সত্ত্বেও যাত্রা নিয়ে অনড় ছিলেন আয়োজকরা। নুহতে (Nuh) সাম্প্রতিকালে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া অশান্তির আগুন যেভাবে পরের পর প্রাণ কেড়েছিল তা স্মরণে রেখে এইবারে আগে থেকেই শক্ত হাতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল প্রশাসন। বিনা অনুমতির শোভাযাত্রায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছিল। বাইরে থেকে একটি মাছিও যাতে গলে ধর্মীয় যাত্রায় ঢুকতে না পারে সেই জন্যে গোটা রাজ্য জুড়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। জারি হয়েছিল ১৪৪ ধারা। ২ দিনের জন্যে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা ঘোষণা হয়েছে। এরই মাঝে জানা গেল, সোমবার নুতে কর্মরত এক সাব-ইন্সপেক্টর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, নিহত সাব-ইন্সপেক্টরের নাম হাকমুদ্দীন। বয়স ৪৬। হরিয়ানার উত্তাওয়ার গ্রাম নিবাসী হাকমুদ্দীন দিন দশেক আগেই পালওয়াল জেলা থেকে নাগিনা থানায় বদলি হয়ে এসেছিলেন। পুলিশ কর্মীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মমতা সিং। জানিয়েছে, মৃত  সাব-ইন্সপেক্টরের পরিবারকে প্রশাসনের তরফে সব রকম ভাবে সহায়তা করা হবে।

পুলিশের এক মুখপাত্র জানান, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ কর্মরত সাব-ইন্সপেক্টর হাকমুদ্দীন হঠাৎ অসুস্থ বোধ করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে  পুলিশ কর্মীর।