Students Suspends: প্রভাত সমাবেশে অনুপস্থিত, সেন্ট স্টিফেন কলেজে ১০০ পড়ুয়াকে সাসপেন্ড
বিশ্ববিদ্যালয়ে প্রভাত সমাবেশে (Morning Assembly) উপস্থিত না থাকায় ১০০ জনেরও বেশি পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।
নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজের (St Stephen's college) চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ে প্রভাত সমাবেশে (Morning Assembly) উপস্থিত না থাকায় ১০০ জনেরও বেশি পড়ুয়াকে (Students) সাসপেন্ড (Suspends) করা হয়েছে, পরীক্ষায় বসতে বাধা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজের প্রিন্সিপ্যাল জন ভার্গিস একটি নোটিশ জারি করেছেন। যাতে শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষায় বসতে না বলা হয়। একই সঙ্গে শতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের কলেজে ডাকা হয়েছে। আরও পড়ুন: Mobile Phones Banned In England Classroom: নিরাপদ শিক্ষার পরিবেশের জন্য ইংল্যান্ড জুড়ে ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ, দেখুন ঋষি সুনাকের ভিডিও
উল্লেখ্য, দেশের সংবিধানে পড়ুয়াদের কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনও অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা বা উপাসনায় অংশগ্রহণ করা বা না করার মৌলিক অধিকার রয়েছে।