Dibrugarh-Kanyakumari Vivek Express: ট্রেনের কামরা থেকে বেরচ্ছে অনর্গল ধোঁয়া, ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে আতঙ্ক
মঙ্গলবার ওড়িশার ব্রহ্মপুর স্টেশনের কাছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেস থেকে ধোঁয়া বের হতে থাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে বেরিয়ে আসতে থাকেন যাত্রীরা।
ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের একটি কামরা আচমকাই ধোঁয়ায় ভরে ওঠে (Smoke in Dibrugarh-Kanyakumari Vivek Express)। মাঝপথে ট্রেন থামিয়ে দেন চালক। আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে বেরিয়ে আসতে থাকেন যাত্রীরা। মঙ্গলবার ওড়িশার (Odisha) ব্রহ্মপুর স্টেশনের কাছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেস থেকে ধোঁয়া বের হতে থাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। কী কারণে ট্রেনের কামরা থেকে ধোঁয়া বের হচ্ছে বুঝে উঠতে না পেরে ট্রেন খালি করে বেরিয়ে আসতে থাকেন যাত্রীরা। তবে এই ধোঁয়া ট্রেনে আগুন লাগা কিংবা কোন দুর্ঘটনার কারণে সৃষ্টি হয়নি বলে নিশ্চিত করেছেন এক রেল আধিকারিক।
আরও পড়ুনঃ মাতৃদুগ্ধ পান করতেই মৃত্যু ৭ দিনের শিশুর
ধোঁয়ায় ঢেকেছে চারিদিক, দেখুন...
তিনি জানিয়েছেন, 'ধোঁয়া কোনো দুর্ঘটনার কারণে তৈরি হয়নি। একটি বস্তা ট্রেনের একটি কোচের চাকায় আটকে গিয়েছিল। তার কারণের ধোঁয়া'। দীর্ঘক্ষন ধরে ট্রেনের সঙ্গে বস্তার ঘর্ষণের ফলে ধোঁয়ার আবির্ভাব। চাকা থেকে বস্তাটি সরানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ব্যবহার করা হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্রও।