Smoke From Flight: ধোঁয়ায় ভরে গেল বিমান, মঙ্গল রাতে চেন্নাই বিমানবন্দরে হৈচৈ কাণ্ড
চেন্নাই বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানটি ওড়ার ঠিক আগে, হঠাৎ ডানার অংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে।
নয়াদিল্লি: মঙ্গলবার রাতে তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) ভয়াবহ দুর্ঘটনা ঘটতে বসেছিল। চেন্নাই বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানটি ওড়ার ঠিক আগে হঠাৎ ডানার অংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তথ্য অনুযায়ী, এই ফ্লাইটে মোট ২৮০ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ বিমানের ডানা থেকে ধোঁয়া বের হওয়ায় যাত্রী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ফায়ার অ্যান্ড রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি নিভিয়ে ফেলে। দেখুন-
কীভাবে ঘটল দুর্ঘটনা?
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটটি মঙ্গলবার রাত ৯.৫০-এ দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তথ্য অনুযায়ী, ২৮০ জন যাত্রী এই ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। যাত্রীরা ওঠার আগেই বিমানটি থেকে ধোয়া বেরোতে শুরু করে।সূত্রে খবর, অতিরিক্ত জ্বালানি উত্তাপের কারণে বিমান থেকে ধোঁয়া বের হয়েছে। এরপর দমকলকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে, এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।