UP Road Accident: বেপরোয়া গতি কাড়ল প্রাণ, সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট ৬ কৃষক

পরিযায়ী শ্রমিকের পর এবার কৃষক। বুধবার কাকভোরে বেপরোয়া ট্রাকের চাকায় (speeding truck) প্রাণ গেল ৬ কৃষকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার ফ্রেন্ডস কলোনি লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কে। মিনি ট্রাকে চড়ে বাজারে সবজি বিক্রি করতে গিয়েছিল কৃষকের দল। বিক্রিবাট্টা সেরে বাড়ি ফেরার পথে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁদের মিনি ট্রাকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন সকলে। কৃষকদের পিষে দিয়ে চলে যায় ঘাতক ট্রাক। ঘটানাস্থলেই ৫ কৃষকের মৃত্যু হয়।

দুর্ঘটনাগ্রস্ত মিনি ট্রাক (Photo Credits: ANI

ইটাওয়া, ২০ মে: পরিযায়ী শ্রমিকের পর এবার কৃষক। বুধবার কাকভোরে বেপরোয়া ট্রাকের চাকায় (speeding truck) প্রাণ গেল ৬ কৃষকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার ফ্রেন্ডস কলোনি লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কে। মিনি ট্রাকে চড়ে বাজারে সবজি বিক্রি করতে গিয়েছিল কৃষকের দল। বিক্রিবাট্টা সেরে বাড়ি ফেরার পথে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁদের মিনি ট্রাকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন সকলে। কৃষকদের পিষে দিয়ে চলে যায় ঘাতক ট্রাক। ঘটানাস্থলেই ৫ কৃষকের মৃত্যু হয়। আরও পড়ুন-WBCHSE Exam Dates Announced: করোনার জেরে স্থগিত উচ্চমাধ্যমিকের ৩ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন পার্থ চ্যাটার্জি, জেনে নিন সম্ভাব্য তারিখ

গুরুতর আহত ২ জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁদের একজনের মৃত্যু হয়। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাওয়ার এসএসপি আকাশ তোমর। তিনি জানান, আহত কৃষককে সেফাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন. মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত কৃষকের পরিবার পাবে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ।