Shraddha Walker Case: পূর্ব পরিকল্পনা করে খুন শ্রদ্ধাকে, হত্যার ৩ দিন আগে প্রেমিকাকে নিয়ে নতুন বাড়িতে আসে আফতাব
নয়া দিল্লি, ১৬ নভেম্বরঃ সংবাদমাধ্যম জুড়ে এখন কেবল একটাই খবর শ্রদ্ধা ওয়াকরের নৃশংস খুন (Shraddha Walker Case)। প্রতিদিনই পুলিশি তদন্তে উঠে আসছে নয়া তথ্য। প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে ঠাণ্ডা মাথায় পূর্ব পরিকল্পনা করেই খুন করেছে আফতাব, এমনটাই অভিযোগ তুলছে তদন্তকারী দিল্লি পুলিশ।
সূত্রের খবর, ১৫ মে শ্রদ্ধাকে (Shraddha Walker) নিয়ে দিল্লির ছিত্তরপুরের (Chhatarpur) বাড়িতে উঠেছিলেন আফতাব (Aftab Ameen Poonawala) । অর্থাৎ খুনের ঠিক তিন দিন (১৮ মে) আগেই। সূত্র আরও জানিয়েছে, “৮ মে আফতাব এবং শ্রদ্ধা দিল্লি পৌঁছান। প্রথম এক সপ্তাহ তাঁরা পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলেই ছিলেন। এরপর তারা ছিত্তরপুরের বাড়িতে শিফট করে”। শ্রদ্ধাকে খুন করার পরিকল্পনা নিয়েই আফতাব নতুন বাড়িতে উঠেছিলেন বলেই মনে করছে পুলিশ।
তদন্ত চলাকালীন বাড়ির রান্নাঘর এবং একাধিক জায়গা থেকে রক্তের দাগ মিলেছে। সেই রক্তের দাগ শ্রদ্ধার কিনা তা খতিয়ে দেখার জন্যে ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ জয়ার লম্বা চুলের প্রেমে পড়েছিলেন বিগ বি, তথ্য ফাঁস করলেন নিজেই
গত শনিবারই আফতাবকে (Abtaf Ameen Poonawala) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁর পরেই উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। শ্রদ্ধাকে হত্যা করার পর তাঁর দেহের ৩৫ টুকরো করেছে আফতাব। শ্রদ্ধার দেহাংশ সংরক্ষণ করে রাখার জন্যে একটি বিশাল ফ্রিজও কিনেছিল সে। প্রতি রাতে বেরিয়ে একটি করে দেহাংশ মেহরাউলি জঙ্গলে ফেলে আসত আফতাব। সেই জঙ্গল থেকে ইতিমধেই ১০ টি দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার আফতাবকে নিয়ে আবারও মেহরাউলি জঙ্গলে যায় পুলিশ। শ্রদ্ধার দেহের বাকি টুকরো উদ্ধারের জন্যে।
আফতাব পেশায় একজন সেফ ছিলেন। চাকু বা ছুরি ব্যবহারের কৌশল এবং অভ্যাস দুটোই ছিল তার। তাই ধারালো অস্ত্র দিয়েই সে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করেছে। তবে শ্রদ্ধাকে খুনে ব্যবহৃত অস্ত্রর খোঁজ এখনও মেলেনি।