IPL Auction 2025 Live

Shimla: লঘু পাপে গুরু দণ্ড, চিপস চুরির অপরাধে কিশোরকে মেরে উলঙ্গ করে হাঁটানো হল রাস্তায়

সিমলার রোহরুতে একটি দোকান থেকে চিপস চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বছর ১৫ এর ওই নেপালি ছেলেটি। মারধরের চোটে গরির ছেলেটির পরনের জামা কাপড় ছিঁড়ে যায়। ওই অবস্থায় তাঁকে ঘোরানো হয় এলাকায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সিমলা, ৬ অগাস্টঃ  একেই হয়তো বলে লঘু পাপে গুরু দণ্ড। দোকান থেকে চিপস চুরি করে খাওয়ার অপরাধে নাবালককে বেধরক মার ক্ষুদ্ধ জনতার। এখানেই থেমে ছিল মা তাঁরা। বালকটিকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানোর অভিযোগও উঠেছে। 'জঘন্য' ঘটনা প্রকাশ্যে আসতেই সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলাই। সিমলার (Shimla) রোহরুতে একটি দোকান থেকে চিপস চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বছর ১৫ এর ওই নেপালি ছেলেটি। চুরি করতে গিয়ে ধরা পড়ায় দিগ্বিদিক শূন্য উন্মত্ত জনরোষের শিকার হয় সে। মারধরের চোটে গরির ছেলেটির পরনের জামা কাপড় ছিঁড়ে  যায়। ওই অবস্থায় তাঁকে ঘোরানো হয় এলাকায়। জনজাতি বেষ্টিত নগ্ন ছেলেটিকে হাঁটানোর সেই ভিডিয়ো উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।

সিমলা জেলা পুলিশ সুপার জানান, ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পরে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘটনার সঙ্গে যুক্ত সাত জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারা এবং পকসো আইনের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে বলে জানান তিনি।

জানা গিয়েছে, ৩১ জুলাই ঘটনার পরের দিনই মারা গিয়েছে ছেলেটির মা। লিভারের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

সিমলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলে, দেবভূমিতে এমন হিংসাত্মক ঘটনা মেনে নেওয়া হবে না। আইন শাসনের অবক্ষয়ের জেরে রাজ্যের এই হাল হয়েছে বলে দাবি করেছেন তিনি।