Seema Haider Like Case: ইনস্টাগ্রামে আলাপ হওয়ার প্রেমিকের টানে দেশ ছেড়ে ভারতে পোল্যান্ডের মহিলা, সঙ্গে ছয় বছরের মেয়ে
২০২১ সালে ইনস্টাগ্রামে আলাপ হয় দুজনের। কথাবার্তা বাড়তে বাড়তে বন্ধুত্ব থেকে প্রেমের মোড় নিতে খুব বেশি দিন সময় নেইনি। ফলে ৩৫ বছরের শোয়েবের সঙ্গে দেখা করতে মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের মাটিতে পা রাখেন ৪৯ এর বারবারা।
রাঁচি, ২২ জুলাইঃ পাকবধূ সীমা হায়দারের (Seema Haider) ঘটনার পুনরাবৃত্তি পোল্যান্ড (Poland) নিবাসী বারবারা পোলাকের ক্ষেত্রে। প্রেমের টানে দেশ ছাড়লেন তিনিও। ঝাড়খণ্ডের (Jharkhand) শোয়েব মল্লিককে বিয়ে করার জন্যে ছয় বছরের মেয়েকে নিয়ে পোল্যান্ড থেকে ভারতে আসেন বারবারা। ২০২১ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে আলাপ হয় দুজনের। কথাবার্তা বাড়তে বাড়তে বন্ধুত্ব থেকে প্রেমের মোড় নিতে খুব বেশি দিন সময় নেইনি। ফলে ৩৫ বছরের শোয়েবের সঙ্গে দেখা করতে মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের মাটিতে পা রাখেন ৪৯ এর বারবারা। তবে স্বামী ছেড়ে আসতে হয়নি তাঁকে। কারণ তিনি ডিভোর্সি।
পর্যটন ভিসা মারফত সদ্যই ভারতে এসেছেন মা-মেয়ে। তাঁদের ভিসার সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শোয়েব এবং পোল্যান্ডের বারবারা বিয়ের ভাবনাচিন্তা করছেন। সেই মত হাজারীবাগ এসডিএম কোর্টে আইনি বিবাহের জন্যে আবেদনও জমা করেছেন তাঁরা।
ভারতে এসে প্রথমে কিছুদিন মেয়েকে নিয়ে হোটেলে ছিলেন পোলাক। সেখানেই তিনি দেখা করেন শোয়েবের সঙ্গে। এরপর হোটেল থেকে শোয়েব তাঁদের নিজের গ্রাম ঝাড়খণ্ডের খুত্রাতে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে যাতে বারবারার থাকাতে কোন সমস্যা না হয় সেই জন্যে বিশেষ ব্যবস্থা করে রেখেছেন তিনি। গরমে যাতে বিদেশি প্রেমিকার কষ্ট না হয় তাই বাড়িতে দুটি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসিয়েছেন। শোয়েবকে বাড়ির কাছে সাহায্যও করতে শুরু করেছেন বারবারা।
গ্রামের পরিবেশের সঙ্গে নিজেকে বেশ খাপ খাইয়ে নিয়েছেন তিনি। গরু দেখাশোনা করা থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করা ইত্যাদি নানা কাজে শোয়েবকে তিনি প্রতিনিয়ত সাহায্য করেন বলেই জানিয়েছেন পোল্যান্ড নিবাসী বারবারা।