Holiday in Delhi-NCR on Jan 22: দিল্লি-এনসিআরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা দিবসে স্কুল ও মদের দোকান বন্ধের নির্দেশ
প্রায় ৭টি রাজ্য ২২ জানুয়ারি দিনটিকে শুষ্ক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
নয়াদিল্লি: ২২ জানুয়ারী অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা (Pran Pratistha) হবে। তার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এদিন অনেক রাজ্যে স্কুল (Schools) বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনেক রাজ্য মদের দোকান (Liquor Shops) খোলার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। ২২ জানুয়ারি নয়ডা (Noida), গ্রেটার নয়ডা (Greater Noida), গুরুগ্রামে (Gurugram) স্কুল ও মদের দোকান বন্ধের নির্দেশ জারি হয়েছে। প্রায় ৭টি রাজ্য এই দিনটিকে শুষ্ক দিবস হিসেবে ঘোষণা করেছে।
দেখুন
উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। যোগী বলেছিলেন ২২ জানুয়ারি স্কুল, কলেজ এবং মদের দোকান বন্ধ থাকবে। এদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। মধ্যপ্রদেশেও স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বলা হয়েছে, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান একটি উৎসবের মতো। মধ্যপ্রদেশে এ দিন মদের দোকান বন্ধ থাকবে।