Uttar Pradesh: শ্বাসনালির দেওয়ালে আটকে গুলি, বিরল অস্ত্রোপচারে প্রাণে বাঁচলেন যুবক

শ্বাসনালির দেওয়ালে আটকে থাকা গুলি বের করে (Bronchoscopic Removal of Bullet) এক মরণাপন্ন যুবকের প্রাণ বাঁচল।

Bronchoscopic image (photo credit- IANS)

লখনউ, ২৯ অগাস্ট:  শ্বাসনালির দেওয়ালে আটকে থাকা গুলি বের করে (Bronchoscopic Removal of Bullet) এক মরণাপন্ন যুবকের প্রাণ বাঁচালেন লখনউয়ের সঞ্জয় গান্ধী গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের চিকিৎসকরা। আরও পড়ুন-Pradip Mukherjee Passes Away: সেপ্টিসেমিয়ায় নিভল প্রদীপ, প্রয়াত ‘জনঅরণ্যে’র ‘সোমনাথ’

জানা গেছে, একটি সাময়িক ব্রঙ্কোস্কপি করার পরে লোকাল অ্যানাস্থেশিয়া করে একটি জটিল ও বিরল ব্রঙ্কোস্কপি করা হয় এবং মুখ দিয়ে নল ঢুকিয়ে ওই গুলিটি বের করা হয়।এই  অস্ত্রোপচারটি করেন ডাঃ অমিত কুমার সিং। চিকিৎসকরা জানিয়েছেন,  ২০ বছরের এক যুবককে গুলিবিদ্ধ ও সংকটজনক অবস্থায় এসজিপিজিআইএমএস হাসপাতালে আনা হয়েছিল।

হাসপাতাল সূত্রের কবর, গুলিটি যুবকের পিঠ দিয়ে ঢুকে বুকে ঢোকে এবং এয়ারওয়ে দেওয়ালে আটকে যায়। তাই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর। ব্রঙ্কোস্কপি করে এয়ারওয়ে দেওয়াল থেকে গুলি বের করা হয়েছে।  নিরাপদে আটকে থাকা গুলি বের করে আনার পর এয়ারওয়ের দেওয়ালে ২ সেমির  একটি সিলিকন স্টেন বসানো হয়।

ডাঃ আজমল খানের উপস্থিতিতে হয়েছে গোটা অস্ত্রোপচার। আপাতত আইসিইউতে রয়েছেন রোগী।পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ অলোক নাথ জানিয়েছেন,  এখন ডাঃ অমিত কুমার সিং - এর অধীরে আছেন ওই যুবকের চিকিৎসা চলছে।  ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।