Russia Ukrain War: ইউক্রেনের বাখমুট দখলের দাবি রাশিয়ার ওয়েগনার গ্রুপের, অভিনন্দন জানালেন পুতিন
যদিও ওয়েগনার গ্রুপের প্রধান এই দাবি করলেও তা সরাসরি খারিজ করে দিয়েছে কিয়েভ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত। শনিবার রাশিয়ার ওয়েগনার গ্রুপের তরফে একটি স্পেশাল অপারেশনে দৎকল করা হয়েছে ইউক্রেনের বাখমুট এলাকা।রাশিয়ান নিউজ এজেন্সী টাস জানিয়েছে এই খবর। এই জয়ের খবর পেয়ে ওয়েগনার প্রাইভেট গ্রুপ এবং রাশিয়ান সেনাদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
যদিও ওয়েগনার গ্রুপের প্রধান এই দাবি করলেও তা সরাসরি খারিজ করে দিয়েছে কিয়েভ।যদিও তারা জানিয়েছে যুদ্ধ এখনও চলছে।ডনেস্কের উত্তরপশ্চিমে অবস্থান এইব বাখমুটের।
রাশিয়ার এই পদক্ষেপ এমন এক সময়ে যখন জাপানে আরম্ভ হয়েছে জি সেভেন গোষ্ঠীর বৈঠক। যে বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আঘাতের বিরুদ্ধে একজোট হয়ে দাড়িয়েছে তাঁরা।
শান্তি প্রক্রিয়ার লক্ষ্যে তাঁরা রাশিয়াকে ইউক্রেনের ওপর আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে। এবং নিঃশর্তে যাতে ইউক্রেন থেকে রাশিয়া সেনা সরিয়ে নেয় সেই দাবিও করা হয়েছে।
২০২২ সালে ২৪ ফেব্রুয়ায়ী শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যে যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।যুদ্ধকে চালিয়ে নিয়ে যেতে ক্রমাগত পশ্চিমা দেশ থেকে সাহায্যে পাঠানো হয়েছে ইউক্রেনে।রাশিয়া ইউক্রেনের এই দ্বন্দ্ব কি আরও দীর্ঘমেয়াদী হবে না শান্তি প্রক্রিয়ার মধ্যেই নিহিত রয়েছে এর সমাপ্তি তা সময়ই বলবে।