West Bengal Assembly Monsoon Session: রাজ্য বিধানসভার বাদল অধিবেশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড়
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষা অধিবেশনের উদ্বোধনী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড়।
কলকাতা: মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষা অধিবেশনের উদ্বোধনী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড়। গত ১০ আগস্ট দেশের নামযাদা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং-সম্পর্কিত ছাত্র মৃত্যুর ঘটনা প্রসঙ্গে আজ বিজেপি বিধায়করা রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে বিক্ষোভ শুরু করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র্যাগিং-মৃত্যু ইস্যুতে রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শুভেন্দু অধিকারী বলেন, "বিষয়টি সত্যিই গুরুতর। যাদবপুরে চরমপন্থী বাম কর্মীদের একটি অংশ রয়েছে, যারা প্রায়শই দেশবিরোধী স্লোগান দেয়। এটি দেশবিরোধী কর্মীদের একটি অংশের আস্তানায় পরিণত হয়েছে। তাদের জন্য কোন নিয়ম-কানুন প্রযোজ্য নয়। নিয়ম মেনে চললে, গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ছেলেটিকে মারা যেত না।" যাদবপুর ক্যাম্পাসে কেন সিসিটিভি বসানো হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুন : Madhya Pradesh: নির্বাচনের আগে জনমোহিনী প্রতিশ্রুতি কংগ্রেসের, কি সুবিধা পাবেন মধ্যপ্রদেশবাসী? দেখে নিন।
শুভেন্দু অধিকারীকে জবাব দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পশ্চিমবঙ্গে র্যাগিংয়ের বিষয়টি সাধারণ বিষয় নয়। "আর কে রাঘবন কমিটির পরামর্শ অনুযায়ী অ্যান্টি- র্যাগিং ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তাব ছিল৷ কিন্তু এখনও সারা দেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং চলছে৷ সম্প্রতি কেন্দ্রীয় প্রতিষ্ঠান, খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) থেকে এমনই একটি র্যাগিয়ের ছাত্র মৃত্যুর ঘটনা সামনে এসেছে।" তিনি আরও বলেন, ''রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস এসবের জন্য দায়ী। গভর্নর যাদবপুরের উপাচার্যকে অপসারণ করেছেন এবং এখন তিনি একজন নতুন উপাচার্য নিয়োগ করেছেন। আমি মুক্ত চিন্তার পক্ষে। কিন্তু মুক্তচিন্তা ও স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য রয়েছে।” এরপরই বিধানসভার বর্ধিত বর্ষা অধিবেশনে হট্টগোল শুরু হয়ে যায়।
দেখুন টুইট
#WATCH | West Bengal BJP MLAs raise slogans and protest outside the State Assembly in Kolkata, over Jadavpur University student death case. pic.twitter.com/LJRbkyVILw
— ANI (@ANI) August 22, 2023
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)