RSS chief Mohan Bhagwat: ‘প্রত্যেক ভারতীয়ই হিন্দু’, কী বললেন মোহন ভাগবত? (দেখুন ভিডিও)
“ভারতবর্ষে হিন্দু ও মুসলিমদের পূর্বপুরুষ এক৷ প্রত্যেক ভারতীয়ই এখানে হিন্দু৷ আমার মতে হিন্দু শব্দটি হল মাতৃভূমি, পূর্বপুরুষ এবং ভারতীয় সংস্কৃতির সমতুল্য। এটি অন্য কোনও মতামতকে অসম্মান করছে না। আমাদের ভারতের আধিপত্য বিস্তার নিয়ে ভাবতে হবে, মুসলিম আধিপত্য নিয়ে নয়।”
পুনে, ৭ সেপ্টেম্বর: “ভারতবর্ষে হিন্দু ও মুসলিমদের পূর্বপুরুষ এক৷ প্রত্যেক ভারতীয়ই এখানে হিন্দু৷ আমার মতে হিন্দু শব্দটি হল মাতৃভূমি, পূর্বপুরুষ এবং ভারতীয় সংস্কৃতির সমতুল্য। এটি অন্য কোনও মতামতকে অসম্মান করছে না। আমাদের ভারতের আধিপত্য বিস্তার নিয়ে ভাবতে হবে, মুসলিম আধিপত্য নিয়ে নয়।” পুনের গ্লোবাল স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন পলিসি ফাউন্ডেশনের সভায় একথাই বললেন সংঘ প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)৷ হিন্দু মুসলিমের ঐক্যের বার্তা দিতে গিয়ে তিনি বলেছেন, “এই দেশে হিন্দু এবং মুসলিমদের পূর্বপুরুষ এক।” কিছু মানুষ যে পরিকল্পনা করে ভারতের এই ভাতৃত্বের ঐক্যকে ভাঙতে চাইছে, আর সেই বিপদ আটকাতে যে সবাইকে রুখে দাঁড়াতে হবে, তা মনে করিয়ে দিতে ভোলেননি আরএসএস প্রধান (Mohan Bhagwat)৷
তিনি দেশের ভাঙন রুখতে শিক্ষিত মুসলিম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান৷ এই প্রসঙ্গে বলেন, “ভারতে আক্রমণকারীদের সঙ্গে সঙ্গে ইসলাম এসেছিল। এটি একটি ঐতিহাসিক তথ্য। মুসলিম নেতারাই কট্টরপন্থার বিরোধিতা করতে পারেন৷ তাঁরা যাতে বিষয়টি দেখেন তাই আবেদন করছি৷এই কাজের জন্য ধৈর্য এবং একান্ত প্রচেষ্টার প্রয়োজন। এটি আমাদের জন্য একটি দীর্ঘ এবং কঠিন পরীক্ষা। যত তাড়াতাড়ি আমরা এই উদ্যোগ নেব, তত আমাদের সমাজের কম ক্ষতি হবে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ, আশা জাগিয়ে কমল অ্যাক্টিভ রোগীর সংখ্যা
Mohan Bhagwat Stated
সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে যোগী আদিত্যনাথের সরকারের ভাবমূর্তি ফেরাতে তৎপর বিজেপি ও সহযোগী দলগুলি৷ এমনিতেই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা হুমকি দিয়েছেন৷ এমতাবস্থায় মোহন ভাগবতের এই বক্তব্য কিন্তু দারুণ তাৎপর্যবাহী৷ তারউপরে আফগানিস্তানে তালিবান শাসনের প্রতিষ্ঠার প্রভাব যাতে ভারতে না পরে সেজন্য তিনি এই মন্তব্য করেছেন, এমনটাও মনে করেন কেউ কেউ৷